শেষ ১৮ বলে ৪৮ রান! শতরান করেও দলকে জেতানোর আক্ষেপ থেকে গেল মিলারের

South Africa vs New Zealand: ক্রিকেটে এমন কিছু ইনিংস থাকে যা শুধু পরিসংখ্যানের কথা নয়, দর্শকদের মনেও চিরদিন জায়গা করে রাখে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) সেমিফাইনালে ডেভিড মিলারের শতরান (David Miller Century) তেমনই একটি ইনিংস। শেষ ১৮ বলে ৪৮ রান করে অপরাজিত শতরান রান করেন তিনি, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে দ্রুততম সেঞ্চুরি (Fastest Century)। কিন্তু মিলারের এই অসাধারণ পারফর্মেন্সের পরেও দক্ষিণ আফ্রিকার ভাগ্যে জোটে পরাজয় এবং নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।

শেষ ১৮ বলে শুধুই মিলার শো

৩৬৩ রানের পাহাড় সমান রান তারা করতে নেমে এক সময় দক্ষিণ আফ্রিকার (South Africa) স্কোর ছিল ২০০ রানে ৬ উইকেট। তখনই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের ফলাফল কি হবে। মিলার তখনও ক্রিজে ছিলেন। কিন্তু দলের অন্য ব্যাটাররা একের পর এক আউট হয়ে যাওয়ায় তখন ম্যাচ থেকে কার্যত ছিটকে গিয়েছিল প্রোটিয়ারা।

তবে ম্যাচের শেষ ১৮ বলে যা ঘটলো, তা সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। ৪৭ ওভারের শেষে মিলারের স্কোর ছিল মাত্র ৪৯ বলে ৫২ রান। তখন জয়ের জন্য দরকার ছিল ৯৯ রান, যা একপ্রকার অসম্ভব। কিন্তু শেষ ৩ ওভারে একাই ঝড় তুললেন ডেভিড মিলার। ১৮টি বলের একটিও হাতছাড়া না করে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে গেলেন শতরানে। শেষ বলে যখন তিনি ২ রান নেন, তখন মাঠের ডাগআউটে বাসা সতীর্থরাও তার শতরানকে উপভোগ করছিলেন।

শেষ ওভারে ইতিহাস গড়লেন মিলার

শেষে ওভারে প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। আর সেই রান তুলে নিতেই একের পর এক স্ট্রোক খেলতে থাকেন মিলার। প্রথম বলেই চার, তৃতীয় বলে দুই, চতুর্থ বলে আরও একটি চার, পঞ্চম বলে বিশাল ছক্কা আর শেষ বলে দুই রান নিয়ে নিজের শতরান পূর্ণ করলেন ডেভিড মিলার। এই মুহূর্তটি আরো একবার ইতিহাসের পাতায় লেখা থাকবে, যখন তিনি ইনিংসটি নিজের সদ্যজাত সন্তানকে উৎসর্গ করে উদযাপন করেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে দ্রুততম শতরান

এই শতরান শুধু একটি সেঞ্চুরি নয়, এটি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সব থেকে দ্রুততম সেঞ্চুরি বটে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের বীরেন্দ্র শেহবাগ। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৭ বলে শতরান হাকিয়েছিলেন এই অজি তারকা। 

আরও পড়ুন: “আমি তো মারছিলাম নাকি…” কোহলির আউট হওয়া নিয়ে রাগে ফুঁসলেন রাহুল

শেষ রক্ষা হলোনা দক্ষিণ আফ্রিকার

মিলারের এই বিস্ফোরক ইনিংস হয়তো দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারেনি। কিন্তু তিনি অনেক ভক্তের মন জয় করে নিয়েছে। টানা তিনটি বিশ্বকাপের নকআউট পর্বে ব্যক্তিগত দারুণ ইনিংস উপহার দিয়েও মিলারের দলকে জেতাতে না পারার আক্ষেপ সারা জীবনই থেকে যাবে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, মিলারের এই শতরান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি ইনিংস হয়ে থাকবে।

Leave a Comment