ওয়েটিং টিকিট নিয়ে এসি বা স্লিপার কোচে উঠে পরলে কী হবে? টিটি কি ফাইন করতে পারবে?

Railway Waiting Ticket: রাতে ট্রেন ধরেছেন, হাতে ওয়েটিং টিকিট, তবুও ভাবছেন সংরক্ষিত কামরায় উঠে পড়বেন। সাবধান হন। এই ভুল আপনার জন্য বড় সমস্যা ডেকে আনতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ভারতীয় রেল (Indian Railways) প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ট্রেনের টিকিট সংক্রান্ত কিছু কড়া নিয়ম চালু করেছে ভারতীয় রেল, যেগুলি না মানলে গুনতে হতে পারে মোটা অংকের জরিমানা বা মাঝ পথেই আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে।

ওয়েটিং টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় ওটা কি বৈধ?

অনেক সময় টিকিট কনফার্ম না হলে যাত্রীরা ভাবেন, টিটির (TT) সঙ্গে কথা বলে ব্যবস্থা করে নেব। অথবা, কোথাও একটা সিট ঠিকই পেয়ে যাব। কিন্তু এই ধারণা একদম ভুল। কারণ ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ওয়েটিং টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় (Reserved Coach) ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কেউ এই নিয়ম লংঘন করে তাহলে তাকে ধরে বড় অংকে জরিমানা করতে পারে টিটি অথবা, ট্রেন থেকে নামিয়ে দিতে পারে।

কত টাকা জরিমানা হবে?

ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, ওয়েটিং টিকিট নিয়ে যদি কেউ স্লিপার, এসি বা ফাস্ট ক্লাস কামরায় উঠে পড়ে তাহলে তাকে জরিমানা গুনতে হবে।

  • যদি কেউ ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার ক্লাসে উঠে পরে, তাহলে তাকে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে। এর সঙ্গে সম্পূর্ণ যাত্রার ভাড়া এবং অতিরিক্ত চার্জ দিতে হবে।
  • যদি কেউ ওয়েটিং টিকিট নিয়ে থার্ড এসি বা সেকেন্ড এসি কামরায় উঠে পড়ে, তাহলে তাকে ৪৪০ টাকা জরিমানা দিতে হবে এবং সম্পূর্ণ যাত্রার ভাড়া দিতে হবে। 
  • যদি কেউ ফার্স্ট ক্লাস বা প্রিমিয়াম কোচে উঠে পড়ে ওয়েটিং টিকিট নিয়ে, তাহলে তাকে টিকিটের মূল্যের ১০ গুন পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

এছাড়া টিটি চাইলে যেকোন স্টেশনে নন রিজার্ভড যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে। এর জন্য আপনি কোন বাধা দিতে পারবেন না। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কী করবেন? 

আপনার হাতে যদি কোন ওয়েটিং টিকিট থেকে থাকে, তাহলে সংরক্ষিত কামরায় ওঠার আগে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখুন। সর্বপ্রথম টিকিটটি কনফার্ম হয়েছে কিনা তা জানতে IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইট চেক করুন। যদি টিকিট কনফার্ম না হয়, তাহলে জেনারেল কামরায় যাত্রা করুন বা তৎকাল টিকিটের চেষ্টা করুন। টিটির সঙ্গে কথা বলে যদি কোন সিট ফাঁকা থাকে, তাহলে নিয়ম অনুযায়ী আপডেট করা যাবে। 

ওয়েটিং টিকিট হাতে নিয়ে সংরক্ষিত কামরায় উঠে পড়ার চিন্তাভাবনা করলে বড় বিপদ আসতে পারে আপনার উপর। রেলের এই কড়া নিয়ম মেনে চলুন। নয়তো ট্রেনের মধ্যেই মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে বা স্টেশনে নামিয়ে দিতে পারে। তাই ট্রেনে ওঠার আগে নিশ্চিত হয়ে নিন, আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কিনা।

Leave a Comment