সৌভিক মুখার্জী, কলকাতাঃ রেলে গ্রুপ-সি (Railway Group C Recruitment) পদে নিয়োগ প্রক্রিয়া ঠিকভাবেই চলছিল। কিন্তু আচমকাই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড (Railway Recruitment Board)। হ্যাঁ ঠিকই শুনেছেন। বুধবার সমস্ত জোনের জেনারেল ম্যানেজারদের উদ্দেশ্যে একটি সার্কুলার জারি করা হয়েছে। যেখানে আচমকাই এই গুরুত্বপূর্ণ অনিয়মের কথা উল্লেখ করে গ্রুপ-সি পদে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া?
সার্কুলারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এটি পুনরায় খতিয়ে দেখা হবে। গত ৪ঠা মার্চ পর্যন্ত অনুমোদন না পাওয়া সমস্ত নিয়োগ আপাতত বাতিল করে রাখা হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন নিয়োগের কোনরকম ঘোষণা করা হবে না। অর্থাৎ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুরু হবে না।
ভারতীয় রেলের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে খুব শীঘ্রই হয়তো বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ভারতীয় রেল।
সিবিআই ধরল ২৬ জন অফিসারকে
এই ঘটনার পিছনে রেলে দুর্নীতির বিভিন্ন অভিযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনের কাছে ২৬ জন অফিসারকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, রেলের একাধিক নিয়োগ প্রক্রিয়ায় নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে।
এখানেই শেষ নয়। তল্লাশি চালিয়ে অফিসারদের কাছ থেকে ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার পর থেকেই ভারতীয় রেল নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত রাখার এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এখন থেকে কীভাবে হবে রেলের পদোন্নতি?
ভারতের রেল নিয়োগ বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে পদোন্নতির জন্য কম্পিউটার বেস পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ, কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি আটকাতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই পরীক্ষা নেওয়া হবে। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার জন্য এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে আরো বলে রাখি, দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো অফিসারকেও ছাড়া হবে না।
আরও পড়ুন: মাত্র ৩০ মিনিটেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি! ভারতীয় রেলে ঐতিহাসিক বিপ্লব আসছে
নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ
বহু রেল চাকরিপ্রার্থী এই সিদ্ধান্তে হতাশ। কারণ তারা দীর্ঘদিন ধরে এই নিয়োগের জন্য অপেক্ষা করেছিলেন। তবে ভারতীয় রেল আশ্বস্ত করেছে যে, একবার সমস্ত অনিয়ম তদন্ত করে দেখা হলে নতুন প্রক্রিয়া পুনরায় শুরু করা হবে। তাই চিন্তার কোন কারণ নেই। আবারও গ্রুপ-সি নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।