বং নিউজ, ওয়েবডেস্কঃ অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকে। বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, তাদের জন্য নিয়মিত আয়ের কোনো রকম নিশ্চয়তা থাকে না। কিন্তু যদি বলি মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করে আপনি ভবিষ্যতে নিশ্চিত মাসিক ৩০০০ টাকা পর্যন্ত পেনশন (Pension) পাবেন? বিশ্বাস হচ্ছে না? কিন্তু হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ভারত সরকারের ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ (PM-SYM Scheme) এবার সেই সুযোগ নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য।
কাদের জন্য এই প্রকল্প?
এই প্রকল্পটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ভারতের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য, যারা সাধারণত সামাজিক নিরাপত্তার আওতায় বাইরে থাকেন। এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন-
- বর্জ্য সংগ্রহকারী কর্মীরা,
- চামড়া শ্রমিক,
- লন্ড্রি শ্রমিক,
- রিকশা চালক,
- নির্মাণ শ্রমিক,
- ইটভাটা শ্রমিক,
- গৃহস্থলী শ্রমিক।
অর্থাৎ, যে সমস্ত কর্মীরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে।
কীভাবে কাজ করে এই প্রকল্প?
কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। বয়স অনুযায়ী মাসিক অবদানের পরিমাণ নির্ধারিত করা হয়। যেমন, আপনার বয়স ১৮ বছর থেকে ২৯ বছরের মধ্যে হলে আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা দিতে হবে। আবার ২৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে আপনাকে প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে।
একইভাবে ৪০ বছরের বেশি বয়স হলে আপনাকে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। ঠিক এর সমপরিমাণ টাকা সরকারও জমা দেবে। অর্থাৎ, যদি কোন শ্রমিক মাসে ২০০ টাকা জমা দেন, তাহলে সরকারও আপনাকে ২০০ টাকা ফেরত দেবে।
পেনশন কীভাবে পাওয়া যাবে? | How to Get Pension |
যদি কেউ এই প্রকল্পে ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত টাকা জমিয়ে যান, তাহলে অবসরের পর প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। এর ফলে কোনরকম নির্দিষ্ট পেশায় না থেকেও তারা ভবিষ্যতে প্রতি মাসে নিশ্চিত আয় পেতে পারেন।
কীভাবে আবেদন করবেন? | How to Apply |
যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তারা খুব সহজে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য নিকটস্থ কোন কমন সার্ভিস সেন্টারে (CSC) যান। তারপর আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিন। এরপর প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর প্রাথমিক নথিপত্র যাচাইয়ের পর এই প্রকল্পে যুক্ত হয়ে যাবেন। প্রথম কিস্তির টাকা জমা দিলেই শুরু হবে সঞ্চয় প্রক্রিয়া।
আরও পড়ুন: বাতিল হল রেলে গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া, কী হবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ?
এই প্রকল্প কেন গুরুত্বপূর্ণ?
এই প্রকল্প সাধারণ মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার পিছনে কয়েকটি কারণ রয়েছে। সেগুলি হল-
- স্বল্প বিনিয়োগে বড় লাভ- মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করে এই প্রকল্পে নিশ্চিত পেনশন পাওয়া যায়।
- সরকারি সহায়তা- শ্রমিকরা যত টাকা জমাবেন, সরকারও ঠিক কত টাকা শ্রমিকদের দেবে।
- বয়সকালে নিশ্চিত পেনশন- অবসরের পরেও এই প্রকল্পের অধীনে মাসিক পেনশন পাওয়া যাবে।
- অসহায় অবস্থায় বড় সহায়তা- বৃদ্ধ বয়সে আর্থিক নির্ভরতার কোন রকম হাতছানি থাকবে না এই প্রকল্পে।
তাই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে কেউ চাইলে বৃদ্ধ বয়সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তাই আর দেরি না করে আজই নিকটস্থ কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করুন এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।