সৌভিক মুখার্জী, কলকাতাঃ একটানা ১৯ দিন ধরে ট্রেন বন্ধ (Train Cancelled) থাকবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। টানা ১৯ দিন রেল যাত্রীদের জন্য বড়সড় সমস্যার কারণ হতে চলেছে হাওড়া খড়্গপুর (Howrah Kharagpur Railway) রেলপথ। আধুনিকীকরণ এবং ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ৩০শে এপ্রিল থেকে ১৮ই মে পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railway) খড়গপুর ডিভিশনের অধীনে সাতরাগাছি স্টেশনে বিশেষ কাজ হতে চলেছে।
আর এজন্যই বন্ধ থাকছে ২০০টির বেশি লোকাল ট্রেন এবং ২৭টি এক্সপ্রেস ট্রেন। চলুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন দিন কোন কোন ট্রেন বন্ধ থাকবে।
কেন এমন সিদ্ধান্ত?
রেলের আধুনিকীকরণ এবং নিরাপত্তার জন্য সাঁতরাগাছি স্টেশনে ইন্টারলকিং সিস্টেম আপডেটের কাজ করা হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই সময়ে ট্রেন চলাচলে কিছু বিঘ্নতা হবে বলে জানানো হয়েছে এবং আগেভাগেই অনেক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং সময়ও পরিবর্তন করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হবে? | Train Cancelled |
দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, ২রা মে থেকে ১৮ই মের মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে এবং ২০০টির বেশি লোকাল ট্রেন বাতিল করা হবে। পাশাপাশি ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হবে এবং ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে।
লোকাল ট্রেনের অবস্থা
লোকাল ট্রেন যাত্রীদের জন্য এই ১৯ দিন ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে যাবে। কারণ ৩০শে এপ্রিল থেকে ১৮ই মের মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে ১৭ই মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।
বাতিল হওয়ার ট্রেনের তালিকা
ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন দিন বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে। যেমন ৩০শে এপ্রিল ৪টি ট্রেন, ১লা মে ৬টি ট্রেন, ২রা মে ৩টি ট্রেন, ৩রা মে ২১টি ট্রেন, ৫ই মে ৪টি ট্রেন, ৭ই মে ১৯টি ট্রেন, ৯ই মে ৬টি ট্রেন, ১১ই মে ৩৬টি ট্রেন, ১৫ই মে ৮টি ট্রেন, ১৬ই মে ৮টি ট্রেন, ১৭ই মে সর্বাধিক ৫৮টি ট্রেন এবং ১৮ই মে ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে।
তবে এক্ষেত্রে বলে রাখি ১২, ১৩ এবং ১৪ই মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে।
আরও পড়ুন: বাতিল হল রেলে গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া, কী হবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ?
বিকল্প ব্যবস্থা
ভারতীয় রেলের এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশা করা যাচ্ছে। অফিস যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, পড়ুয়া, সকলের যাত্রা এর ফলে ব্যাহত হবে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থার জন্য বাস এবং অন্যান্য পরিবহনের পরামর্শ দেওয়া হয়েছে।
যদি আপনি এই রুটে যাতায়াত করেন তাহলে আগেভাগেই বিকল্প পরিকল্পনা গ্রহণ করে রাখুন। কারণ যাত্রার আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ দেখে আপডেট নিন। পাশাপাশি স্টেশনগুলিতে নোটিশ বোর্ডের দিকে নজরে রাখুন।