সৌভিক মুখার্জী, কলকাতাঃ সাম্প্রতিক সময়ে কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের (Rania Rawe) গ্রেপ্তারি নিয়ে তোলপাড় গোটা দেশসহ গোটা বিশ্ব। রাজস্ব গোয়েন্দা দপ্তরদের অফিসাররা তার কাছ থেকে উদ্ধার করেছে প্রায় ১৪.৮ কেজি সোনা (Gold From Abroad)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এমন বিরল চোরাচালান কাণ্ডের উপর অনেকেই হয়তো জানতে চাইছেন, বিদেশ থেকে আইনসম্মত ভাবে কতটা সোনা এবং কত টাকা নগদ নিয়ে আসা যায়? আসুন কাস্টমসের এই নিয়মগুলি আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিই।
বিদেশ থেকে সোনা আনার নিয়ম | Gold From Abroad |
ভারত সরকারের ১৯৬২ সালের কাস্টমস আইন (Customs Act of 1962) অনুযায়ী বিদেশ থেকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনেই সোনা আনা যায়। যারা একটানা এক বছর বা তার বেশি সময় ধরে বিদেশে বসবাস করছেন, তারা নির্দিষ্ট পরিমাণে সোনা দেশে ফিরিয়ে আনতে পারেন।
- তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, কোন পুরুষ যাত্রী আনতে পারবে বিদেশ থেকে সর্বোচ্চ ২০ গ্রাম পর্যন্ত সোনার গয়না, যার সর্বোচ্চ বাজার মূল্য হতে হবে ৫০ হাজার টাকা।
- মহিলা যাত্রী হলে সর্বোচ্চ ৪০ গ্রাম পর্যন্ত সোনার গয়না আনতে পারবে, যার সর্বোচ্চ বাজার মূল্য হবে ১ লক্ষ টাকা।
এক্ষেত্রে জেনে রাখা ভালো, এই নির্ধারিত সীমার বেশি সোনা আনলে কাস্টমস ডিউটিতে ফাইন দিতে হবে এবং উপযুক্ত ঘোষণা করতে হবে।
বিদেশ থেকে নগদ টাকা আনার নিয়ম
বিদেশ থেকে নগদ টাকা আনার ক্ষেত্রেও রয়েছে কিছু কড়া নিয়ম। বিদেশি মুদ্রা আনার ক্ষেত্রে কোনরকম উর্ধ্বসীমা নেই। তবে যদি কোন যাত্রী সঙ্গে ৫ হাজার মার্কিন ডলারের বেশি নগদ বা ১০ হাজার মার্কিন ডলারের বেশি বিদেশি মুদ্রা থেকে থাকে, তাহলে তাকে শুল্ক দপ্তরে ঘোষণা করা হতে পারে। বিদেশ থেকে যদি ভারতীয় মুদ্রা আনতে হয়, তাহলে সাধারণত নিষেধাজ্ঞা রয়েছে। ভারতে বসবাস করা যাত্রীরা বিদেশ থেকে সফর করে শেষে সর্বোচ্চ ২৫ হাজার রুপি মুদ্রা আনতে পারেন।
কেন এই নিয়ম?
সোনা এবং বিদেশী মুদ্রার চোরাচালান রোধ করতেই ভারত সরকার এই নিয়মগুলি চালু করেছে। এর ফলে আন্তর্জাতিক ভ্রমনকে নিয়ন্ত্রণে রাখা যাবে। সম্প্রতি রানিয়া রাওয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি গত এক বছরে ৩০ বার আরব সফর করেছেন এবং প্রতিবারই একই কৌশলে কয়েক কেজি করে সোনা নিয়ে ফিরেছেন।
আরও পড়ুন: মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন, সরকার নিয়ে আসলো সেরা স্কিম
এই ধরনের প্রতারণা রোধ করতে কাস্টমস আইন কঠোরভাবে বলবৎ করা হয়। তাই বিদেশ থেকে দেশে ফেরার আগে এই নিয়মগুলি অবশ্যই জেনে রাখা জরুরী। যাতে কোন আইনি জটিলতার সম্মুখীন না হতে হয়।
বিদেশ থেকে সোনা বা নগদ টাকা আনার ক্ষেত্রে কাস্টমসের এই নিয়ম ভালো হবে আগে বুঝে নিন। সীমার মধ্যে থাকলে কোনরকম সমস্যা নেই। কিন্তু নিয়ম ভাঙ্গলেই জরিমানা বা আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে।