হার্দিক-চাহালের পর এবার সম্পর্ক ভাঙতে বসেছে এই ভারতীয় তারকার

বং নিউজ, ওয়েবডেস্কঃ ভারতীয় ক্রিকেট মহলে যেন সম্পর্ক ভাঙার লগ্ন বসেছে। হার্দিক পান্ডিয়ার বিচ্ছেদের পরে এবার শিরোনামে উঠে আসল মনিশ পান্ডে (Manish Pandey)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। স্ত্রী আশ্রিতা শেঠির সঙ্গে তার দাম্পত্য জীবন চিরকালের জন্য বিদায় নিতে চলেছে।

কিছুদিন আগে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্তানকোভিচের বিবাহ বিচ্ছেদ ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছিল। একটা সময় যুজবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী ভার্মার সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল। এরই মধ্যে এবার মনিশ পান্ডে এবং আশ্রিতা শেঠির সম্পর্কের অবনতির খবর সামনে আসলো।

কীভাবে শুরু হচ্ছে বিচ্ছেদের গুঞ্জন?

২০১৯ সালের ডিসেম্বর মাসে ধুমধাম করে বিয়ে করেন ভারতীয় ব্যাটসম্যান মনিশ পান্ডে এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী আশ্রিতা শেঠি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যকলাপ নিয়ে ক্রিকেট ভক্তদের মনে নানা রকম প্রশ্ন উঠেছে। কারণ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন তারা। 

পাশাপাশি বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেছেন দুজনেই। অনেকদিন ধরে কোন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি তাদেরকে। মনীষ পান্ডে ইনস্টাগ্রামে প্রায় ৪০ সপ্তাহ ধরে কোনরকম পোস্টই করেনি। এই ঘটনাই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরালো করেছে। যদিও এই বিষয়ে এখনও কোনরকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

আশ্রিতা শেঠি কে?

দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আশ্রিতা শেঠি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। তবে বিয়ের পর থেকে সিনেমা জগত থেকে কিছুটা সরে গিয়েছিলেন তিনি। তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে রয়েছে একাকিত্বের ছাপ। 

তিনি একাই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সম্প্রতি। এছাড়া বন্ধুদের সঙ্গে ছবি কাটানোর ছবি শেয়ার করেছেন। তবে মনিশ পান্ডে সেখানে নেই। ছবিগুলোর ক্যাপশনেও রয়েছে দুঃখের ইঙ্গিত। 

মনিশ পান্ডের ক্রিকেট ক্যারিয়ার | Manish Pandey Cricket Career |

একসময় ভারতের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিল মনিশ পান্ডে। ভারতের হয়ে ২৯টি ওয়ানডে ম্যাচ এবং ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ২০১৮ সালে এশিয়া কাপে ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। 

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ সহ একাধিক দলের জার্সি গায়ে দিয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে তার পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মত নয় এবং বর্তমানে জাতীয় দলের বাইরেই রয়েছেন তিনি। 

আরও পড়ুন: ফোন, ওয়ালেট অতীত! এবার ট্রফির নামই ভুলে গেলেন রোহিত, হাস্যরসের মধ্যে পড়ে গেল অধিনায়ক

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিচ্ছেদের ইঙ্গিত

এখনও পর্যন্ত মনিশ পান্ডে বা আশ্রিতা শেঠি কেউই সম্পর্কের অবনতির বিষয়ে কোনোরকম মুখ খোলেনি। তবে সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ এবং তাদের দূরত্ব অনেক কিছুই বলে দিচ্ছে। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের আগ্রহের বিষয়ে থাকে। 

তবে সম্পর্কর এই উত্থানপতন শুধুমাত্র গুঞ্জন নাকি সত্যিই তাদের পথ আলাদা হচ্ছে, তা সময় বলে দেবে। ক্রিকেট মহলে কি সত্যিই ভাঙ্গনের সুর বাজছে? এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

Leave a Comment