বং নিউজ, ওয়েবডেস্কঃ বিরাট কোহলিকে (Virat kohli) কি আবার ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা যাবে? অবসরের পর ফের ২২ গজে নামবেন তিনি? এমন প্রশ্ন জাগতেই পারে। কারণ স্বয়ং বিরাট কোহলি দিয়েছেন সেরকম একটা ইঙ্গিত। তবে শর্ত একটাই। শুধুমাত্র যদি ভারত ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকের ফাইনালে ওঠে তাহলেই। একমাত্র তাহলেই তিনি ফাইনাল ম্যাচ খেলতে পারেন।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলাকে দেখা গিয়েছিল। এবার টি-টোয়েন্টি ফর্মাটেই এই খেলা আয়োজিত হবে বলে খবর। ২০২৮ সালে লজ এঞ্জেলস অলিম্পিকের অন্যতম আকর্ষণ হতে চলেছে এই প্রতিযোগিতা। সবথেকে মজার বিষয় হলো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বিশ্বজুড়ে বিরাট কোহলির জনপ্রিয়তা ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার প্রধান কারণ।
কোহলি রসিকতা নাকি ভবিষ্যতের ইঙ্গিত?
সাম্প্রতিক একটি অনুষ্ঠানে গিয়ে কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি ২০২৮ সালের অলিম্পিকে ভারতের হয়ে খেলতে চান? উত্তরে হাসতে হাসতে জানিয়ে দেন, “গোটা অলিম্পিক খেলব না। তবে যদি আমরা সোনা জেতার ম্যাচে পৌঁছে যাই, তাহলে হতে পারে আমি একটা ম্যাচ খেলতে অবসর ভেঙে ফিরে আসলাম এবং মেডেলটা জিতে বাড়ি ফিরে গেলাম।”
কোহলির এই মন্তব্য নিছকই রসিকতার ছলে করা হলেও তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ক্রিকেট মহলে জল্পনা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে, এটা শুধুমাত্র মজার ছলে বলাই একটি কথা। যার বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন: হার্দিক-চাহালের পর এবার সম্পর্ক ভাঙতে বসেছে এই ভারতীয় তারকার
বর্তমানে কি করছেন বিরাট? | Virat kohli |
গত বছর ভারতের বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তিনি শুধুমাত্র টেস্ট এবং ওডিআই ফরম্যাট চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আইপিএলেও খেলছেন ভারতীয় তারকা। বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দল দারুন ছন্দে রয়েছে এবং তরুণ খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স করছে। ফলে আপাতত বিরাট কোহলির ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভবিষ্যৎ পরিস্থিতি বদলালেও কিছু বলা যায় না।
এই মন্তব্য আপাতদৃষ্টিতে রসিকতার ছলে হলেও তার ভক্তরা অবশ্যই চাইবেন ২০২৮ সালের অলিম্পিকে যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে কিং কোহলিকে আবার মাঠে নামতে দেখার এবং দেশকে অলিম্পিকে সোনা এনে দেওয়ার।