AC আর ফ্যান একসাথে চালাচ্ছেন? জানেন এর পরিণাম কি হতে পারে?

বং নিউজ, ওয়েবডেস্কঃ বাংলা তথা গোটা দেশে গ্রীষ্মের দাবদহ দিন দিন বেড়েই চলেছে। প্রচন্ড গরম থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের এখন প্রধান ভরসা এয়ার কন্ডিশনার (Air Conditioner)। অনেকে শুধুমাত্র এসি চালান, কারণ তাদের ধারণা ফ্যান চালালে ছাদের গরম বাতাস ঘরে ঢোকে এবং ঘর আরো উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই আজকের এই প্রতিবেদনে।

একই সঙ্গে ফ্যান চালানো কী উপকারি?

বেশ কিছু সূত্র মারফত খবর, একইসঙ্গে ফ্যান চালালে ঘরের বাতাস দ্রুত সঞ্চালিত হতে পারে। ফলে ঠান্ডা বাতাস সমানভাবে ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে ঘরের তাপমাত্রা বেশি কমাতে হয় না। ফলে বিদ্যুতের খরচও অনেকটাই কমে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। 

সাধারণত যদি ৬ ঘন্টা শুধুমাত্র এসি চালানো হয়, তবে গড়ে ১২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। কিন্তু একই সময় যদি এসির সঙ্গে ফ্যান চালানো হয় এবং এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখা হয়, তাহলে বিদ্যুতের খরচ প্রায় অর্ধেক কমে গিয়ে ৬ ইউনিট হতে পারে।

সঠিক উপায়ে এসি এবং ফ্যান ব্যবহারের টিপস | Air Conditioner & Fan |

যদি আপনি অতিরিক্ত বিদ্যুতের বিলের বোঝা থেকে মুক্তি পেতে চান এবং বিদ্যুতের বিল বাঁচাতে চান, তাহলে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। সেগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

১) এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রিতে সেট করুন- এটি সবচেয়ে আদর্শ তাপমাত্রা এসির ক্ষেত্রে, যা আরামদায়ক অনুমতি দেবে এবং বিদ্যুতের অপচয় রোধ করবে। 

২) সিলিং ফ্যানের গতি কমিয়ে রাখুন- সর্বনিম্ন গতিতে ফ্যান চালালে বাতাস ঘরের চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়তে পারবে। ফলে এসিকে বেশি পরিশ্রম করতে হয় না। 

৩) ঘর ভালোভাবে সিল করুন- দরজা জানলা ঠিকমতো বন্ধ রাখলে ঠান্ডা বাতাস বাইরে যাবে না এবং এসির কার্যকরতা আরো দ্রুত বাড়বে। পাশাপাশি গরম বাতাস ঘরে ঢুকতে পারবে না। 

আরও পড়ুন: ট্যাংকের জল গরম হয়? ঘরোয়া এই ৪টি উপায় ব্যবহার করুন, জল থাকবে বরফের মত ঠাণ্ডা

৪) এসির ফিল্টার পরিষ্কার রাখুন- ধুলো ময়লা জমে গেলে এসিতে বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা অত্যন্ত জরুরী। 

এসি এবং ফ্যান একসঙ্গে চালানোর সঠিক নিয়ম করলে বিদ্যুতের সাশ্রয় যেমন একদিকে হবে, তেমন ঘরও ঠান্ডা হবে ও আরামদায়ক অনুভূতি পাওয়া যাবে। তাই শুধুমাত্র এসি নয়, তার সঙ্গে ফ্যানও চালান। তবে সঠিক নিয়ম মেনেই চালান। এতে আপনার বিদ্যুতের বিলও কমবে এবং পরিবেশে থাকবে সুস্থ।

Leave a Comment