হাওড়ার চাপ কমাতে রেলের বড় সিদ্ধান্ত! সাঁতরাগাছি স্টেশন এবার নতুন হাওড়া হতে চলেছে

সৌভিক মুখার্জী, কলকাতাঃ হাওড়া স্টেশনের উপর দিনের পর দিন চাপ বেড়ে চলেছে। লাখো লাখো যাত্রীর যাতায়াত, দূরপাল্লার ট্রেনের ব্যস্ততা, লোকাল ট্রেনের দেরি, সব মিলিয়ে শহরের অন্যতম প্রধান স্টেশনটি যেন হাঁসফাঁস করছে। এই পরিস্থিতির সামাল দিতে এবার দক্ষিণ-পূর্ব রেল নতুন করে সাজিয়ে তুলছে সাঁতরাগাছি স্টেশনকে (Santragachi Station)। আধুনিক রেল পরিষেবার একটি নতুন দিগন্ত খুলতে চলেছে এই স্টেশনে, যা হতে পারে হাওড়া স্টেশনের কার্যত একটি বিকল্প।

বিশাল নতুন স্টেশন ভবন

কোনা এক্সপ্রেসওয়ের ধারে তৈরি হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের নতুন একটি বিল্ডিং। দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ এবং সবকিছু যদি পরিকল্পনামাফিক চলে, তাহলে এই বছরেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ পূর্ব রেল আধিকারিকরা মনে করছে, এই স্পেশাল ভবন শুধুমাত্র যাত্রী পরিষেবার জন্য নয়, বরং ট্রেন চলাচল নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

হাব স্টেশনের দিকে এগোচ্ছে সাঁতরাগাছি | Santragachi Station |

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়ে দিয়েছেন, সাঁতরাগাছিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি শুধুমাত্র ট্রেন যাতায়াতের কেন্দ্র নয়, বরং অপারেশন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও বড়সড় ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এটিকে দক্ষিণ-পূর্ব রেল হাওড়া স্টেশনের বিকল্প হিসেবে তৈরি করার পরিকল্পনা করছে।

কী কী সুবিধা পেতে চলেছে যাত্রীরা?

নতুন করে গড়ে তোলা সাঁতরাগাছি স্টেশনে থাকছে যাত্রীদের সুবিধার্থে আধুনিক কিছু পরিকাঠামো। স্টেশন বিল্ডিং ছাড়াও এই স্টেশনে থাকছে-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
  • দুটি নতুন ফুট ওভার ব্রিজ,
  • সাবওয়ে এবং স্টেয়ারকেস,
  • কোনা এক্সপ্রেসওয়েতে সরাসরি ওঠার একটি রাস্তা,
  • এলিভেটেড পার্কিং,
  • শালিমার থেকে সরাসরি জল সরবরাহ করার পাইপলাইন।

হাওড়ার চাপ কমাতে নতুন পরিকল্পনা

হাওড়া স্টেশনে প্লাটফর্ম এবং লাইনের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন অসংখ্য লোকাল ট্রেন দেরিতে চলে। ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তার ফলে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এবার এই পরিস্থিতি বদলাতেই সাঁতরাগাছি স্টেশনকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। রেলের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সাঁতরাগাছি থেকে সরাসরি মেল এবং এক্সপ্রেস ট্রেন ছাড়ার ব্যবস্থাও করা হবে।

আরও পড়ুন: বিক্রি হচ্ছে কলকাতার সাউথ সিটি মল, ৩৫০০ কোটির ডিল হল মার্কিন সংস্থার সাথে

আধুনিক রেলইয়ার্ডের কাজ প্রায় শেষ

সাঁতরাগাছি স্টেশনকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে পাশের রেলইয়ার্ডকেও আধুনিকীকরণ করা হচ্ছে। নতুন লিংক লাইনের মাধ্যমে সাঁকরাইল ও সাঁতরাগাছি রুটের সংযোগ আরও মজবুত করা হবে বলে মনে করা হচ্ছে, যাতে আপ ও ডাউনের ট্রেন চলাচলে কোনরকম সমস্যা না হয়।

সবমিলিয়ে দক্ষিণ-পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী সাঁতরাগাছি স্টেশন খুব শীঘ্রই হাওড়া স্টেশনের অন্যতম বিকল্প হয়ে উঠতে পারে। এতে যাত্রীদের দুর্ভোগ যেমন একদিকে কমবে, তেমনই দক্ষিণ-পূর্ব রেলের কার্যক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে। এখন শুধু অপেক্ষার, নতুন স্টেশন কবে পুরোপুরি চালু হয়।

Leave a Comment