বং নিউজ, ওয়েবডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) সফল ভাবে পৃথিবীতে ফিরে আসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন। বুধবার বিধানসভায় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি শুধুমাত্র সুনিতা উইলিয়ামসকে অভিনন্দন জানায়নি, বরং মহাকাশ নিয়ে নিজের কৌতূহল শেয়ার করেছেন।
২৮৬ দিন পর পৃথিবীতে ফিরলেন সুনিতা
গত বছরের ৫ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর। আট দিনের পরিকল্পিত এই মিশন শেষ হতে সময় লেগেছে টানা ৯ মাস। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। মহাকাশযানের যান্ত্রিক সমস্যার কারণে একাধিকবার ফেরার তারিখ পিছিয়ে গিয়েছিল তাদের। অবশেষে ভারতীয় সময় বুধবার ভোর ৩ঃ২৭ মিনিট নাগাদ তারা পৃথিবীতে ফিরে আসেন।
মুখ্যমন্ত্রীর অভিনন্দন এবং বিশেষ অনুরোধ
সুনিতা উইলিয়ামসের এই অনন্য মিশনের প্রশংসা করে মমতা ব্যানার্জি বলেন, “সুনিতা ভারতের মেয়ে। তাকে ভারতরত্ন দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। তারা যে অসাধ্য সাধন করেছেন, তার জন্য আমাদের দেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান প্রাপ্য তারা।”
তিনি আরো বলেছেন, “মহাকাশযানে কি ধরনের সমস্যা হয়েছিল তা জানার চেষ্টা করতাম। অনেক যন্ত্রণা সহ্য করেছেন সুনিতারা। আমরা প্লেন খারাপ হলে ফিরে আসতে দেখি। কিন্তু মহাকাশে সেটা তো আর সম্ভব নয়। কল্পনা চাওলার ক্ষেত্রেও আমরা একই ঘটনা দেখেছি।”
মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন মমতা
এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজেও এখন মহাকাশবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। যদিও তিনি বিস্তারিত এই বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে তার এই মন্তব্য ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।
আরও পড়ুন: নিউটাউনের বুকে সবচেয়ে বড় জমির নিলাম! দাম ছুঁতে পারে 1000 কোটি টাকা
সুনিতার ভারত সফর ও সিঙ্গারা পার্টি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই সুনিতা উইলিয়ামসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তার পরিবারে জানিয়েছে, খুব শীঘ্রই তিনি দেশে আসবেন। তবে শুধুমাত্র ভারত সরকার নয়। তার পরিবার ও ঘনিষ্ঠ মহল থেকেও বিশেষ প্রস্তুতি চলছে। প্রসঙ্গতা সুনিতা উইলিয়ামস প্রথম মহাকাশচারী, যিনি মহাকাশ স্টেশনে সিঙ্গারা খেয়েছিলেন। তাই এবার যখন তিনি ভারতে আসবেন, তখন তার জন্য বিশেষ সিঙ্গারা পার্টির আয়োজন করা হবে ভারত সরকারের তরফ থেকে।
মহাকাশ অভিযানে ভারতীয় বংশোদ্ভূত মেয়ের সাফল্য গর্বের বিষয়। কল্পনা চাওলা থেকে সুনিতা উইলিয়ামস, এরা বিশ্বের দরবারে নিজেদের নাম উজ্জ্বল করে রেখেছেন। এবার দেখার বিষয়, সত্যিই কি ভারতরত্ন সম্মান পেতে চলেছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস।