আসরের শুরুতেই নাইট শিবিরে ধাক্কা! চোটে বাদ পড়লেন তারকা পেসার, কে যোগ দিচ্ছে?

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আইপিএল ২০২৫ এর মরসুমের প্রথম ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বা KKR। আগামী ২২শে মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তবে আসরের শুরুতেই এবার বড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স।

উমরান মালিকের চোট, দলে নতুন পেসার

বেশ কিছু সংবাদসূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে, কেকেআরের অন্যতম গতি তারকা উমরান মালিক চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব অবস্থায় রয়েছেন। এই খবর সামনে আসার পর জল্পনা শুরু হয়েছে, তাহলে কাকে নেবে কেকেআর?

অবশেষে এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। কেকেআর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে, উমরান মালিকের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাহাতি ফাস্ট বোলার চেতন সাকারিয়াকে। 

চেতন সাকারিয়ার অভিজ্ঞতা

চেতন সাকারিয়া ইতিমধ্যেই ভারতীয় দলে খেলে ফেলেছেন একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া আইপিএল-এ ১৯ টি ম্যাচে ২০টি উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই পেসারের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

গত আইপিএল সিজনেও কেকেআরের স্কুয়াডে ছিলেন তিনি। তবে এবারের নিলামে তিনি অবিকৃত থেকে যান। এরপর কেকেআর তাকে নেট বোলার হিসেবে দলে রেখেছিল। এবার সরাসরি মূল স্কুয়াডে জায়গা পেয়ে গেলেন তিনি।

উমরানের পারিশ্রমিকেই দলে আসলেন সাকারিয়া

কেকেআর উমরান মালিককে ৭৫ লক্ষ টাকায় বিড করেছিল। এবার সেই একই পারিশ্রমিকে কেকেআরে যোগ দিয়েছেন চেতন সাকারিয়া। ফলে দলের বাজেটেও কোনরকম পরিবর্তন আসছে না। বরং উমরান মালিকের অনুপস্থিতিতে একজন অভিজ্ঞ পেসার খেলার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: খেলা ছেড়ে এবার অভিনয় জগতে ক্রিকেটের মহারাজ, কেমন হল দাদার অভিনয়?

KKR এর শক্তি বাড়বে?

উমরান মালিকের গতি ছিল কেকেআরের বোলিং লাইন আপের অত্যন্ত অস্ত্র। তবে তার অনুপস্থিতিতে চেতন সাকারিয়ার সুইং এবং লাইন লেংথ কেকেআরের বোলিং বিভাগে নতুন মাত্রা যোগ করবে, এটা আশা করা যায়। 

আগামী ২২শে মার্চ যখন কেকেআর বনাম আরসিবি প্রথমবার মাঠে নামবে, তখন বোঝা যাবে চেতন সাকারিয়ার অন্তর্ভুক্ত আদৌ কেকেআরের জন্য কতটা কার্যকর হয়।

Leave a Comment