বং নিউজ, ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট ফাফ ডু’প্লেসি (Faf du Plessis) নামটা সবার কাছেই পরিচিত। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক, যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দিয়েছেন। তবে এবার ক্রিকেটপ্রেমীদেরকে অবাক করে দিয়েছে এক ঘটনা। নামিবিয়ার অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক নাকি ডু’প্লেসি। হ্যাঁ ঠিকই শুনেছেন।
তবে ভুল বোঝাবুঝি হওয়ারই কথা। কারণ ডু’প্লেসির বয়স নাকি মাত্র ১৭ বছর। আর এই কারণেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে মজার প্রতিক্রিয়া।
কে এই ডু’প্লেসি?
নামিবিয়ার এই তরুণ ক্রিকেটারের পুরো নাম ডু’প্লেসি। সম্প্রতি ২০২৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য তাকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবুও তার উপর আস্থা রেখেছে জাতীয় দল।
নামবিবিয়ার দল ডিভিশন ১-এর গ্রুপে রয়েছে, যেখানে আফ্রিকার আরো পাঁচটি দল কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিয়োন, তাঞ্জানিয়া ও উগান্ডা অংশগ্রহণ করেছে। নামিবিয়া তাদের প্রথম ম্যাচটি খেলবে ২৮শে মার্চ নাইজেরিয়ার বিরুদ্ধে।
ভুল বোঝাবুঝির ঝড় সমাজমাধ্যমে
নামিবিয়ার অধিনায়ক হিসাবে ডু’প্লেসি নামটি প্রকাশ হতেই শুরু হয় বিভ্রান্তিকর পরিস্থিতি। অনেকেই মনে করছিলেন, এটি হয়তো দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক ফাফ ডু’প্লেসির কামব্যাক। তবে ৪০ বছর বয়সে তিনি কীভাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলবেন? এই সমস্ত প্রশ্নে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া।
পরে যখন জানা গেল, এটি আসলে নামিবিয়ার এক তরুণ ক্রিকেটার, তখন হাসির রোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকি ক্রিকেট ভক্তরা মজার মজার মিম বানিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছেন। কেউ কেউ লিখেছেন ফাফ ডু’প্লেসি সত্যিই অমর হয়ে গেছেন।
ভারতের নজর বদলা নেওয়া
আগামী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে। ২০২৪ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। ভারত গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে এসে ব্যর্থ হয়। এবার সেই পরাজয়ের বদলা নিতে চাইছে ভারতীয় ক্রিকেট দল।
আরও পড়ুন: আসরের শুরুতেই নাইট শিবিরে ধাক্কা! চোটে বাদ পড়লেন তারকা পেসার, কে যোগ দিচ্ছে?
দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসির অবস্থা | Faf du Plessis |
বর্তমানে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু’প্লেসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তিনি বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন। আইপিএলে ২০২২ থেকে ২০২৪ মরসুমে তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। তবে দলকে শিরোপা জেতাতে পারেননি বলে এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু। ২০২৫ আইপিএল মরসুমে তিনি দিল্লি ক্যাপিটালস দলের সহ অধিনায়ক হয়েছেন।
নাম একই হলেও কিন্তু দুই ডু’প্লেসির গল্প একেবারে ভিন্ন। একদিকে ১৭ বছর বয়সের নতুন এক প্রতিভা, অন্যদিকে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান তারকা।