ফের বল বিকৃতির অভিযোগ CSK এর বিরুদ্ধে! আবারও নির্বাসিত হবে মাহি-রুতুরাজের দল?

বং নিউজ, ওয়েবডেস্ক: আইপিএল ২০২৫ (IPL 2025) শুরু হতে না হতেই বিতর্ক সামনে আসলো। এবারের বিতর্কের কেন্দ্র পাঁচবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (CSK) ঘিরে। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ম্যাচের পরই উঠল বল বিকৃতির অভিযোগ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) টিমের বিরুদ্ধে। হ্যাঁ ঠিকই শুনেছেন। 

একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে চেন্নাই পেসার খালিল আহমেদ এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) কিছু সন্দেহজনক আচরণ করছে। অনেকেই দাবি করছেন যে, এটি বল টেম্পারিং-এর চেষ্টা করা হতে পারে।

কী ঘটেছিল সেই বিতর্কিত মুহূর্তে?

আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচে খালিল আহমেদ অসাধারণ বোলিং করেছিলেন। চার ওভারে মাত্র ২৯ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ছিনিয়ে নেন তিনি। কিন্তু তার বোলিং পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় আসছে তার একটি বিশেষ মুহূর্ত।

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায়, তিনি পকেট থেকে কিছু একটা বের করছেন এবং তার এক হাতে বল ছিল। এরপর বলটিতে কিছু করছিলেন বলেই মনে হচ্ছে। ঠিক সেই সময় রুতুরাজ গায়কোয়াড় তার কাছে আসেন এবং খলিলের (Khaleel Ahmed) হাতে কিছু একটা দিয়ে দেন বলে মনে হয়। এরপর রুতুরাজ গায়কোয়াড় দ্রুতই নিজের পকেটে সেটি ঢুকিয়ে নেন। ভিডিও দেখে অনেকেই মনে করছেন যে, বল বিকৃত করার চেষ্টা করছে তিনি। ভিডিওতে স্পষ্টভাবে কিছু দেখা যায়নি। তবে এই ঘটনাকে সন্দেহজনক বলেই মনে করছে ক্রিকেটপ্রেমীদের একাংশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Did CSK Fix IPL 2025 Match vs MI? Fans Make Shocking Allegations On MS Dhoni's Team | cricket.one - OneCricket

CSK এর অতীত বিতর্ক নিয়ে দাবি

এই ঘটনা সামনে আসতেই অনেক সমর্থক এখন CSK কে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। আসলে ২০১৫ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে CSK কে ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করে দেওয়া হয়। এবার আবার যদি বল বিকৃতির মত গুরুতর অপরাধ প্রমাণিত হয়, তাহলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারে সুপার কিংস ফ্রাঞ্চাইজি (Super Kings)।

কিছু ক্রিকেট বিশ্লেষক বলছেন, যে ভিডিওতে সন্দেহজনক কিছু ধরা পরলে স্পষ্ট প্রমাণ ছাড়া বল টেম্পারিং এর কোন অভিযোগ তোলা ঠিক হবে না। তবে বিশেষ তদন্ত করলে হয়তো বিষয়টি পরিষ্কার বোঝা যেতে পারে।

তদন্ত হবে? BCCI কী বলছে?

এখনো পর্যন্ত BCCI (Board of Control Cricket of India) বা আইপিএল গভর্নর কাউন্সিলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যদি সত্যিই বল বিকৃতির অভিযোগ প্রমাণ হয় তাহলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন খলিল আহমেদ এবং রুতুরাজ গায়কোয়াড়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী যদি বল টেম্পারিং প্রমাণ হয় তাহলে জরিমানা থেকে শুরু করে কয়েক ম্যাচ নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে। পাশাপাশি গুরুতর হলে পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: জিম্বাবুয়ের হয়ে অধিনায়কত্ব করছেন ফাফ ডু’প্লেসি! তাও কিনা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে

তাহলে পরবর্তীতে কি হবে?

যদি এই ঘটনা নিয়ে এখন তদন্ত (Investigation) শুরু করে তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি স্পষ্টভাবে উঠে আসতে পারে। যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে এটি শুধুমাত্র ভুল বোঝাবুঝি হিসেবেই থেকে যাবে। এখন দেখার জল কতদূর গড়ায়।

Leave a Comment