গত মরসুমে লকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু এবার তাকে দলে নেয়নি কেকেআর।
আইপিএল ২০২৫-এ স্টার্কের নতুন গন্তব্য দিল্লি ক্যাপিটালস। দল পরিবর্তনের ফলে কৌতূহল ছিল, কেমন পারফর্মেন্স করবেন তিনি।
প্রথম ম্যাচে নিজেকে খুব একটা মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করলেন স্টার্ক।
স্ট্রাকের বিধ্বংসী স্পেলে মাত্র ৩.৪ ওভারে ৫ উইকেট নিলেন। শিকার ছিলেন ট্র্যাভিস হেড, ঈশান কিশান, নীতিশ রেড্ডি, উইয়ান মাল্ডার এবং হর্ষল প্যাটেল।
দিল্লির হয়ে এই পারফরম্যান্সের পর তিনি পার্পল ক্যাপ জয়লাভ করেছে।
বিদেশি বোলার হিসেবে দিল্লির জার্সিতে ৫ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার স্টার্ক।
অনেকেই বলছেন কেকেআর তাকে বাদ দেওয়াই, সেই আক্ষেপ স্টার্ক ২২ গজে এবার মেটাচ্ছেন।
ম্যাচ শেসে স্টার্ক বলেন, আজ আমাদের দল খুব ভালো পারফর্ম করেছে। তবে কখন কি পরিবর্তন হবে বলা যায় না।
স্টার্ক আরও বলেন, দিল্লির তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুন।
এই পারফরমেন্সের পর দিল্লি ক্যাপিটালস ভক্তরা আশা করছে স্টার্কের হাত ধরেই এবার দিল্লি ট্রফি জিতবে।
তবে স্টার্ক কি তার দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে পারবেন?
কেকেআর তাকে দলে নেয়নি। কিন্তু স্টার্ক দিল্লির জার্সিতে যে মিশন শুরু করেছে, তাতে বুঝিয়ে দিলেন বড় খেলোয়ারদের কোনদিন ভোলা যায় না।