মুকেশ আম্বানি গরিব হয়ে যাচ্ছে! তার সম্পদ অর্ধেক হয়ে গেল, এখন কততে আছেন?

বং নিউজ: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বড়সড় রদ বদল আসলো। ২০২৫ সালের ধনকুবেরদের তালিকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি (Mukesh Ambani) অনেকটাই পিছিয়ে গেলেন। একেবারে তিনি শীর্ষ ১০ থেকে ছিটকে ১৮ নম্বরে নেমে গিয়েছেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তার সম্পদের পরিমাণ আগের বছরের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে সূত্র জানাচ্ছে।

এদিকে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হিসেবে টেসলা ও স্পেস এক্সের কর্তা এলন মাস্ক (Elon Musk) আবারো শীর্ষ স্থান দখল করে নিয়েছে। তার বর্তমান সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ান মার্কিন ডলার। কিন্তু কেন মুকেশ আম্বানি হঠাৎ করে এত পিছিয়ে গেলেন? আর এই তালিকায় ভারতের অন্যান্য শীর্ষ ধনী ব্যক্তিদের অবস্থান কত? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) সম্পদ কমে গেল!

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি গতবছর ফোর্বসের তালিকায় শীর্ষ ১০ এর ভিতরেই ছিলেন। কিন্তু ২০২৫ সালের নতুন তালিকায় তার অবস্থান এখন ১৮ নম্বরে। ২০২৪ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১১৬ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০২৫ সালে সেই সম্পদ কমে দাঁড়িয়েছে ৯২.৫ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) ইতিমধ্যেই শীর্ষ ১০ থেকে ছিটকে অনেক দূরে চলে গিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন মুকেশ আম্বানি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Mukesh Ambani
Mukesh Ambani

ভারতের শীর্ষ ধনীদের বর্তমান অবস্থা

বর্তমানে গৌতম আদানি রয়েছে ২৮ নম্বরে, যার সম্পদের পরিমাণ ৫৬.৩ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে তালিকার ৫৬ নম্বরের রয়েছে সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)। যার মোট সম্পদের পরিমাণ ৩৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ধনী নারীদের মধ্যে সাবিত্রী জিন্দাল একেবারে ষষ্ঠ স্থানে রয়েছেন। ভারতের ধনী মানুষদের এই পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা বাজারের অস্থিরতা এবং তাদের ব্যবসায়ী পরিবর্তনকেই দাবি করছেন।

বিশ্বের শীর্ষ ৫ ধনী তালিকা

ধনীদের কাতারে ১ নাম্বারে রয়েছে এলন মাস্ক, যার মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ান মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে মেটা কর্তা মার্ক জুকারবার্গ। ৩ নম্বরে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ৪ নম্বর রয়েছে ওরাকল কর্তা ল্যারি এলিসন। ৫ নম্বরে রয়েছে LVMH এর মালিক বার্নার্ড আর্নল্ট। বিশ্বের সবথেকে ধনী মানুষদের মধ্যে বড় চমক দিয়েছেন মার্ক জুকারবার্গ। তিনি প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় ছাড়িয়ে গিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে।

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সম্পদ দ্বিগুণ

এই তালিকায় আলোচনার আরেকটি বিষয় ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সম্পদের পরিমাণ বৃদ্ধি। গত বছর ট্রাম্পের মোট সম্পদ ছিল ২.৩ বিলিয়ন মার্কিন ডলার। আর এবছর তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫.১ মিলিয়ন মার্কিন ডলার। তিনি তালিকার রয়েছেন ৭০০ নাম্বার স্থানে রয়েছেন। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, তার বিভিন্ন বিনিয়োগ এবং রিয়েলা এসেস্ট ব্যবসার কারণেই এই সম্পদের বৃদ্ধি ঘটেছে।

Donald Trump
Donald Trump

বিশ্বে ধনীদের সংখ্যা আরো বাড়ছে

২০২৫ সালের ফোর্বসের তালিকায় মোট ৩০২৮ জনের নাম ছিল, যা গত বছরের তুলনায় প্রায় ২৭৭ জন বেশি। আর এদের সম্পদের মোট পরিমাণ কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার। তাঁদের এই সম্পদ বৃদ্ধির পরিবর্তন কি প্রভাব ফেলছে তা ভবিষ্যতে দেখা যাবে। তবে এটা নিশ্চিত যে, বিশ্বজুড়ে ধনীদের প্রতিযোগিতা দিনের পর দিন আরও তীব্র হয়ে উঠছে।

আরও পড়ুন: স্মার্টফোনের দিন শেষ, ব্রেইন সব কাজ করবে! ইলন মাস্ক আনছে নয়া প্রযুক্তি

উপসংহার

একদিকে যেমন এলন মাস্ক, জুকারবার্গ, বেজোসদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আম্বানি, আদানির মত ধনকুবেররা তালিকার নীচের দিকে নেমে যাচ্ছে। বিশ্বের ধনী ব্যক্তিদের এই লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে? আগামী বছর কি আবারও ভারতীয় ধনকুবেররা পিছিয়ে পড়বে? নাকি শীর্ষ ১০-এ ঢুকতে পারবে সেটা সময়ই বলা যাবে।

Leave a Comment