আইপিএল ২০২৫ এর মাঝেই কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক নাকি মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাচ্ছেন।

গতকাল কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচের পর এরকম খবরই সামনে আসে।

শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছে।

আসলে আসন্ন মেজর লীগের জন্য কুইন্টন ডি কককে তড়িঘড়ি দলে ডেকে নিয়েছে MI নিউ ইয়র্ক।

এছাড়াও দলে থাকছেন নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট ও রশিদ খানের মতো তারকারা।

আইপিএল ইতিহাসে এখনো চারটি দলের হয়ে ডি কক খেলেছেন। হায়দ্রাবাদ, দিল্লি, ব্যাঙ্গালুরু এবং মুম্বাই।

এই মরসুমে কেকেআরের হয়ে ঝড় তুলছেন কুইন্টন ডি কক। বিশেষ করে রাজস্থানের বিপক্ষে ৯৭ রানের অপরাজিত ইনিংস।

তবে এবার  ডি কক মুম্বাইতে ফিরছেন এই এক বিশেষ কারণে।

MI নিউ ইয়র্ক দলটি তাদের স্পোর্টস টিমকে আরও শক্তিশালী করতে চাইছে  ডি কককে সঙ্গে নিয়ে।

তাদের একটাই লক্ষ্য MLC শিরোপা জয় করা।

 ডি ককের চলে যাওয়া কেকেআরের ওপেনিং বিভাগে বড়সড় প্রভাব ফেলতে পারে।

কেকেআর ভক্তরা মনে করছে কলকাতার হয়ে ডি ককের খেলা উচিত ছিল।