Indian Economy: বিশ্ব অর্থনীতির মানচিত্রে ভারত আরও একবার ইতিহাস গড়তে চলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষেই ভারত জাপানকে টপকে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। এই অভূতপূর্ব সাফল্য শুধু ভারতের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য এক গর্বের মুহূর্ত।
জাপানকে টপকে চতুর্থ স্থানে ভারত
IMF-এর রিপোর্ট বলছে, জাপানের নামমাত্র জিডিপি (Nominal GDP) ২০২৬ সালে হবে ৪.১৮৬ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের জিডিপি তখন পৌঁছে যাবে ৪.১৮৭ ট্রিলিয়ন ডলারে। একেবারে সঙ্কট মুহূর্তের ব্যবধানে ভারত পেছনে ফেলবে প্রযুক্তির দুনিয়ার অন্যতম দাপুটে দেশ জাপানকে।
এখন পর্যন্ত ভারত বিশ্বের ৫ নম্বর অর্থনীতি, যা গত বছরই যুক্তরাজ্যকে টপকে এই অবস্থানে পৌঁছেছিল। এবার পালা ৪ নম্বরে উঠে আসার।
২০২৮-এ টার্গেট জার্মানি, ভারত হবে তৃতীয়!
রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে ভারত জার্মানিকেও ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে।
- ২০২৭ সালেই ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে যাবে।
- ২০২৮ সালে ভারতের জিডিপি থাকবে ৫.৫৮৪ ট্রিলিয়ন ডলারে
- বিপরীতে, জার্মানির জিডিপি দাঁড়াবে মাত্র ৫.২৫১ ট্রিলিয়ন ডলারে
এই হিসেব অনুযায়ী, উন্নয়নশীল দেশ হিসেবে ভারত যেভাবে উন্নতির সিঁড়ি চড়ছে, তা নজিরবিহীন।
এই উন্নতির পেছনে কী কী কারণ?
বিশেষজ্ঞদের মতে, ভারতের এই আর্থিক অগ্রগতির পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ:
- উন্নত পরিকাঠামো উন্নয়ন- বড় বড় প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ও শিল্পায়ন বেড়েছে।
- তরুণ জনসংখ্যা ও দক্ষ জনবল- বিশ্বের সবচেয়ে তরুণ কর্মক্ষম জনসংখ্যা ভারতের রয়েছে।
- ডিজিটাল ইকোনমি ও স্টার্টআপ বুম- প্রযুক্তি নির্ভর ব্যবসা ও স্টার্টআপ ইন্ডাস্ট্রি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
- সরকারি নীতি সহায়তা- আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া-এর মতো উদ্যোগ গুলো এতে বড় ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: জামিন পেলেও ছাড়া পেলেন না চিন্ময় দাস! এবার খুনের মামলায় দেখানো হল গ্রেফতার
আন্তর্জাতিক মহলে ভারতের গুরুত্ব আরও বাড়বে
ভারতের অর্থনৈতিক বৃদ্ধি শুধু সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব। শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে ভারত:
- আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কাড়বে।
- জি২০, ব্রিকসের মতো সংগঠনে আরও বেশি প্রভাব ফেলতে পারবে।
- বাণিজ্যিক ও কূটনৈতিক আলোচনা গুলিতে নেতৃত্বের ভূমিকা নিতে পারবে।
IMF-এর এই রিপোর্ট স্পষ্ট করে দিচ্ছে—বিশ্বের অর্থনৈতিক নেতৃত্বে ভারতের এগিয়ে চলা এখন আর শুধু ‘স্বপ্ন’ নয়, এটা বাস্তবের রূপ নিচ্ছে। চতুর্থ, তৃতীয় তারপর? হয়তো আগামী এক দশকে ভারতের লক্ষ থাকবে দ্বিতীয় স্থান!