বিশ্বকাপের দিন ঘোষণা করলো আইসিসি! ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের (World Cup) সূচির চমকপ্রদ অংশ প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও এখনও সম্পূর্ণ সূচি প্রকাশ হয়নি, তবে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা।

এবারের মহিলা ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে, তবে তাতেও পাকিস্তানের কোনও ম্যাচ ভারতীয় মাটিতে হবে না — পুরনো রাজনৈতিক চুক্তির কারণে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে।

সূচি ও ভেন্যু: কোথায় কোন ম্যাচ?

আইসিসি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে খেলবে ভারত। ভারতীয় ভেন্যুগুলির মধ্যে রয়েছে:

  • চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
  • এসিএ স্টেডিয়াম, গৌহাটি
  • হোলকার স্টেডিয়াম, ইন্দোর
  • এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনম

অন্যদিকে, পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ খেলবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। অর্থাৎ, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়, তাহলে তাদেরকেও সফর করতে হবে শ্রীলঙ্কার মাটিতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
  • সেমিফাইনাল ও ফাইনাল কোথায়?
  • প্রথম সেমিফাইনাল: ২৯ অক্টোবর
  • দ্বিতীয় সেমিফাইনাল: ৩০ অক্টোবর
  • ফাইনাল: ২ নভেম্বর, ভেন্যু এখনও চূড়ান্ত নয়, তবে সূত্রের খবর, ফাইনাল হতে পারে বেঙ্গালুরুতে বা বিশাখাপত্তনমে।

পরের টি২০ বিশ্বকাপও ঘোষণা

এছাড়াও, আইসিসি ২০২৬ সালের মহিলা টি২০ বিশ্বকাপের দিনক্ষণও ঘোষণা করেছে।

  • ১২ জুন, ২০২৬: উদ্বোধনী ম্যাচ, ভেন্যু – এজবাস্টন, ইংল্যান্ড
  • ৫ জুলাই: ফাইনাল, ভেন্যু – ঐতিহ্যবাহী লর্ডস
  • সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ওভাল স্টেডিয়ামে।

রাজনৈতিক চাপেই কি ভারত থেকে দূরে পাকিস্তান?

বিশ্বকাপ ভারতের মাটিতে হলেও পাকিস্তান দল ভারতে না খেলার সিদ্ধান্তে অটল। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই অবস্থান। বহু আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়ে দিয়েছে, তারা ভারতের মাটিতে খেলবে না, বরং নিরপেক্ষ ভেন্যুতে খেলতেই আগ্রহী।

আরও পড়ুন: Soham Desai: ইংল্যান্ড সফরের আগে ভারতের কোচিং দলে বড় পরিবর্তন, সরে দাঁড়ালেন কোচ, গম্ভীর যুগের সূচনায় বিদায়ের ছায়া?

এবার সেই অবস্থানকে সম্মান জানিয়ে আইসিসি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এর ফলে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনার রঙ নিঃসন্দেহে কিছুটা ফিকে হতে পারে, কারণ সেই ম্যাচ ঘিরে স্বদেশে যে আবেগ এবং উত্তাপ তৈরি হয়, তা কলম্বোতে ততটা প্রকট হবে না।

রাজনৈতিক টানাপোড়েন থাকলেও খেলার মাঠে যেন কোনও প্রতিবন্ধকতা না আসে — এই বার্তাই যেন দিতে চায় আইসিসি। তবে, ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায় হলে সেটা ভৌগোলিকভাবে দূরত্ব বাড়ালেও, উত্তেজনায় কোনও খামতি যে থাকবে না, তা বলাই বাহুল্য। এখন শুধু অপেক্ষা, ৩০ সেপ্টেম্বরের সেই মাহেন্দ্রক্ষণে প্রথম বলটি পড়ার। বিশ্ব ক্রিকেটে ফের এক ঐতিহাসিক অধ্যায় রচিত হতে চলেছে — তবে এবারে একটু ভিন্ন আবহে।

Leave a Comment