বৃষ্টি হলে কার মাথায় উঠবে আইপিএল ট্রফি?‌ সম্ভাব্য পরিস্থিতিতে কী বলছে নিয়ম?

আসছে এক ঐতিহাসিক রাত – আইপিএলের ফাইনালে (IPL Final) মুখোমুখি হতে চলেছে দুটি ট্রফিহীন দল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)। দু’দলই আজ পর্যন্ত একবারও এই প্রতিযোগিতা জেতেনি। ফলে এবারের ফাইনাল যে এক নতুন চ্যাম্পিয়নের জন্ম দিতে চলেছে, তা নিয়ে কোনও সংশয় নেই।

তবে ম্যাচের উত্তেজনায় জল ঢালার মতো আবহাওয়ার পূর্বাভাসে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা। ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আর আবহাওয়ার রিপোর্ট বলছে— সেখানে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

কী বলছে আবহাওয়া অফিস?

আকুওয়েদার ও স্থানীয় আবহাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। রাতের দিকে নামবে ২৭ ডিগ্রিতে। তবে মূল চিন্তার বিষয় — আকাশ থাকবে মেঘলা এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আহমেদাবাদ আবহাওয়া দফতরের প্রধান অরুণকুমার দাসানে জানিয়েছেন, “আশপাশের এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খেলা শুরুর সময় মেঘলা পরিবেশে বাধা আসতেই পারে।”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

তাহলে যদি ফাইনালই না হয়?

ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন — বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ বাতিল হয়, তাহলে কী হবে?

আইপিএলের নিয়ম অনুযায়ী:

  • একটি রিজার্ভ ডে রাখা আছে ফাইনালের জন্য। অর্থাৎ, ৩ জুন যদি বৃষ্টিতে খেলা না হয়, তাহলে ৪ জুনে ফের ম্যাচ আয়োজনের চেষ্টা হবে।
  • কিন্তু যদি রিজার্ভ দিনেও খেলা না হয় বা একটি বলও না গড়ায়, তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে লিগ টেবিলে কে এগিয়ে ছিল তার ভিত্তিতে।

এবারের লিগ পর্বে —

  • পাঞ্জাব কিংস শেষ করেছিল ১৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে।
  • আরসিবি-ও ছিল ১৯ পয়েন্টেই, কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় দ্বিতীয়।

অর্থাৎ?

যদি ফাইনাল ও রিজার্ভ ডে— দুই দিনেই খেলা না হয়, তাহলে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংস। আরসিবির জন্য এই ফলাফল অত্যন্ত হতাশার হতে পারে, তবে এটাই নিয়ম।

আরও পড়ুন: Star Cricketer Retirement: বিশ্বকাপে ভারতকে প্রায় ধুয়ে দিয়েছিলেন তিনি! হঠাৎ অবসর নিলেন সেই প্রখ্যাত ক্রিকেটার

অতীতেও এমন হয়েছে?

হ্যাঁ। ২০২৩ সালের আইপিএল ফাইনালেও বৃষ্টির কারণে ম্যাচ পিছিয়ে গিয়েছিল রিজার্ভ ডেতে। সেদিন অবশ্য ম্যাচ হয়েছিল। কিন্তু এবার যদি পরপর দু’দিনই বৃষ্টি হয়, তাহলে এটিই হতে চলেছে প্রথমবার, যখন আইপিএল ফাইনাল ম্যাচ না করেই একজন চ্যাম্পিয়ন দল ঘোষণা করা হবে।

বিশ্বজুড়ে কোটি কোটি আইপিএল ভক্ত এখন তাকিয়ে আহমেদাবাদের আকাশের দিকে। ম্যাচ হোক বা না হোক, এক নতুন চ্যাম্পিয়নের নাম লেখা হবে ক্রিকেট ইতিহাসে — আর সেটাই এই মরশুমের সবচেয়ে বড় পাওয়া।

Leave a Comment