বার্লিনে মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রের বিয়ে, রাজনীতির মঞ্চ পেরিয়ে নতুন জীবনের যাত্রা

রাজনীতির কোলাহল পেরিয়ে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। রাজনীতির মাঠে যিনি বরাবরই স্পষ্টভাষী ও সাহসী—এবার তিনি চর্চার কেন্দ্রে একেবারে ব্যক্তিগত কারণে।

জল্পনার অবসান ঘটিয়ে, গোপনে বার্লিন শহরে বিয়ে সেরেছেন তিনি। তাঁর জীবনসঙ্গী, ওড়িশার বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র।

ব্যক্তিগত থেকে রাজনৈতিক, আর এবার একসঙ্গে জীবন

দু’জনেই রাজনীতির পরিচিত মুখ। মহুয়া মৈত্র এই মুহূর্তে দেশের অন্যতম আলোচিত মহিলা সাংসদ। প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার, যিনি মোটা বেতনের চাকরি ছেড়ে নেমেছিলেন সক্রিয় রাজনীতিতে। আর পিনাকী মিশ্র, দীর্ঘদিনের অভিজ্ঞ সাংসদ, যিনি পুরী লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার জিতেছেন বিজু জনতা দলের হয়ে।

তবে তাঁদের রাজনৈতিক সফরের সূচনা একই জায়গা থেকে—কংগ্রেস পার্টি।
মহুয়া কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন, পিনাকী মিশ্র পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে চলে যান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

রাজনীতির বাইরে এক নতুন জুটি

জানা গিয়েছে, বার্লিনে একান্ত পারিবারিক অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। চুপিচুপি এই বিয়ের পরিকল্পনা বহুদিনের ছিল, তবে কখনও প্রকাশ্যে কিছু জানাননি মহুয়া।

গত লোকসভা নির্বাচনের সময় তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, বরাবরের মতো স্বভাবসিদ্ধ হাসি দিয়ে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু যে জল্পনা ছিল, তা এবার বাস্তব রূপ নিল।

৫১ বছরের মহুয়া মৈত্র ও ৬৫ বছরের পিনাকী মিশ্র, রাজনীতির মঞ্চে একে অপরের সহযাত্রী না হলেও, ব্যক্তিগত জীবনে এবার তাঁরা হলেন জীবনসঙ্গী।

আরও পড়ুন: Corona: আবার কি ফিরছে করোনা আতঙ্ক? চার দিনে দেশে আক্রান্ত বেড়েছে তিন গুণ, বাংলায় কী অবস্থা?

রাজনীতির বাইরে আলাদা নজির

যখন রাজনৈতিক বিভাজন ও মতবিরোধ প্রতিদিনের চর্চা, তখন দুই ভিন্ন দলের এই দুই নেতার একসঙ্গে পথ চলা নিঃসন্দেহে এক নতুন বার্তা বয়ে আনে।

এই বিবাহ শুধু এক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, রাজনৈতিক বলয়েও এক আলাদা ছায়া ফেলেছে। মহুয়া মৈত্র সবসময় নিজের শর্তে বাঁচতে চেয়েছেন। রাজনীতিতে যেমন তিনি লড়াকু, তেমনি ব্যক্তিগত জীবনেও সাহসী। পিনাকী মিশ্রের সঙ্গে তাঁর এই নতুন পথচলা আগামী দিনে আরও আলোচিত হতে চলেছে, এতে কোনও সন্দেহ নেই।

Leave a Comment