সৌভিক মুখার্জী, কলকাতাঃ বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া একটা দিন ভাবাই কঠিন। বিনোদন বলুন, আর অফিসের কাজ বা পড়াশোনা, সব ক্ষেত্রেই এখন ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি টেলিকম সংস্থা রিচার্জের দাম বৃদ্ধি করে দেওয়ায় অনেক গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তবে এবার এয়ারটেল গ্রাহকদের জন্য দারুন সুখবর। কারণ মাত্র ১০০ টাকার কম দামে এয়ারটেল নিয়ে এসেছে এমন কিছু আকর্ষণীয় রিচার্জ প্ল্যান, যেখানে অল্প খরচে পাবেন আনলিমিটেড ইন্টারনেট। যদি আপনি একজন এয়ারটেল গ্রাহক হন, তাহলে এই অফার মিস করা একদমই উচিত নয়।
মাত্র ১১ টাকায় আনলিমিটেড ইন্টারনেট | Airtel Offer |
আপনি যদি স্বল্প সময়ের জন্য প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে ১১ টাকার স্পেশাল প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। মাত্র ১১ টাকায় আপনি এক ঘন্টার জন্য আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে উচ্চগতির ১০ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়াও অনলাইনে গেমিং, ভিডিও কনফারেন্সিং সহজেই এই ডেটার মাধ্যমে করতে পারবেন।
৪৯ টাকায় ২৪ ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট
যারা একদিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট চান, তাদের জন্য এয়ারটেলের ৪৯ টাকার প্ল্যানটি হতে পারে সেরা বিকল্প। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনাকে একদিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট দেওয়া হবে। ২০ জিবি পর্যন্ত উচ্চগতির ডেটা চালানোর সুবিধা পাবেন এই প্ল্যানের মাধ্যমে। এক্ষেত্রে ইউটিউব, ফেসবুক, ওটিটি প্ল্যাটফর্ম, গেমিং বা অফিশিয়াল কাজ সবকিছুই মসৃণ ভাবে করতে পারবেন।
৯৯ টাকায় ২ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট
যদি আপনি ২ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট চান, তাহলে ৯৯ টাকার এই প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনাকে দুই দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট দেওয়া হবে। এক্ষেত্রে কোনরকম ডেটার লিমিট নেই। ইচ্ছামত আপনি ডেটা ব্যবহার করতে পারবেন। এখানে অনলাইন গেমিং, অফিসিয়াল মিটিং, ব্রাউজিং, ডাউনলোড সবকিছু অনায়াসে করতে পারবেন।
আরও পড়ুন: আর লাইনে দাঁড়াতে হবে না! এবার ATM থেকেই তোলা যাবে PF-র টাকা
এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুযোগ
এই আকর্ষণীয় প্ল্যানগুলির কারণে এয়ারটেল গ্রাহকরা এখন অল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে। এছাড়া যারা এখনো অন্য টেলিকম সংস্থার গ্রাহক, তারা চাইলে তাদের সিম এয়ারটেলে পোর্ট করে নিতে পারে এবং এই অফারগুলির সুবিধা নিতে পারে।