দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার সংসার ধর্মে মন দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সদ্য বিবাহিত বিজেপি নেতার এ বছরের জামাইষষ্ঠী উদযাপন নিয়ে তৈরি হয়েছে চর্চার আবহ। কারণ, এই দিনেই কলকাতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা ঘিরে যখন বঙ্গ বিজেপিতে উত্তেজনার পারদ চড়ছে, তখন দিলীপ ঘোষ ছুটে গেলেন শ্বশুরবাড়ির আত্মীয়দের বাড়িতে জামাইষষ্ঠী পালন করতে। ফলে, দলের অন্দরে গুঞ্জন— শ্বশুরবাড়ির টানে কি রাজনীতির সভা থেকে দূরে থাকলেন প্রাক্তন রাজ্য সভাপতি?
দুই টানার মাঝে দিলীপ ঘোষ
২০২১-এর বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের হাল ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দিলীপ ঘোষের। তবে সময় বদলেছে। নেতৃত্বে এসেছে পরিবর্তন। আর সেই সঙ্গে বদলে গেছে দিলীপের অবস্থানও। গত কয়েক মাসে বিভিন্ন বড় সভা-সমাবেশে তাঁকে কম দেখা গেছে। বিশেষ করে সম্প্রতি মোদির সভায় দিলীপ ঘোষের অনুপস্থিতি চোখে পড়ার মতো।
এরপর ১ জুন ছিল জামাইষষ্ঠী। একই দিনে শহরে অমিত শাহের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভাও। বিজেপির একাধিক নেতা-নেত্রীকে তাই বেছে নিতে হয়েছে— যাবেন শাহি সভায়, না ঘরোয়া জামাইষষ্ঠীতে। আর এই প্রশ্নে দিলীপ ঘোষের পছন্দ ‘সংসার’।
জামাইষষ্ঠীতে দিলীপ ঘোষ কোথায় গেলেন?
বিয়ের পর এই প্রথম জামাইষষ্ঠী। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ খানিক আক্ষেপের সুরে বলেছিলেন, “শ্বশুরবাড়ি নেই, জামাইষষ্ঠী হবে কীভাবে?” তবে দুপুর গড়াতেই দেখা গেল, তিনি সস্ত্রীক হাজির হয়েছেন মুকুন্দপুরে মামাশ্বশুরবাড়িতে।
পরিবার সূত্রে জানা গেছে, আত্মীয়দের সঙ্গে ঘরোয়া আয়োজনে যোগ দিয়েছেন তিনি। নতুন জীবন শুরু করার পর এই প্রথম জামাইষষ্ঠী বলে বিশেষ আমন্ত্রণ ছিল তাঁর। আর সেই আমন্ত্রণ ফেলেননি প্রাক্তন রাজ্য সভাপতি।
আরও পড়ুন: Business Idea: মাত্র ৫০০০ টাকার মধ্যে ব্যবসা শুরু করুন! অল্প পুঁজিতে সফল ব্যবসার ৬টি চমৎকার আইডিয়া
দূরত্ব স্পষ্ট রাজনৈতিক পরিসরেও?
দিলীপ ঘোষের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— তিনি কি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন? গত কয়েক সপ্তাহে তাঁর রাজনৈতিক কার্যকলাপ কমে আসা, গুরুত্বপূর্ণ বৈঠক বা সভা থেকে দূরে থাকা— সব মিলিয়ে জল্পনা আরও ঘনিয়েছে।
তবে ঘনিষ্ঠ মহলে দিলীপ জানিয়েছেন, রাজনীতি তিনি মন দিয়েই করেছেন, আর এখন সংসার ধর্মেও সেই মনোযোগ থাকছে। দল নিয়ে আপাতত কোনও ক্ষোভ বা বিদ্রূপ নেই বলেই তাঁর দাবি। রাজনীতির ব্যস্ত দুনিয়ায় কখনও কখনও ব্যক্তিগত মুহূর্তেরও আলাদা গুরুত্ব থাকে।
দিলীপ ঘোষের জামাইষষ্ঠী উদযাপন হয়তো সেটারই এক নিদর্শন। তবে তার নেপথ্যে যদি রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকে, তা সময়ই বলবে। আপাতত বঙ্গ রাজনীতিতে ‘শাহ না শ্বশুরবাড়ি’ বিতর্কে দিলীপ ঘোষের টিক মার্ক পড়েছে সংসারের পক্ষে।