বং নিউজ, ওয়েবডেস্কঃ দেশের কোটি কোটি কর্মচারীদের জন্য এবার দারুণ সুখবর। এবার ইপিএফের (Employees’ Provident Fund) টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করতে চলেছে কেন্দ্র সরকার। শিগগিরই ইপিএফ-এর টাকা তোলার জন্য ইউপিআই এবং এটিএম-এর মত সুবিধা চালু করতে চলেছে সরকার। এর ফলে গ্রাহকদের আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। কয়েক মিনিটের মধ্যেই তাদের টাকা হাতে পেয়ে যাবেন, যেখানে আগে তা পেতে প্রায় এক সপ্তাহ লেগে যেত।
কীভাবে এই নতুন ব্যবস্থা কাজে আসবে, আর কী কী সুবিধা পাবেন ইপিএফও হোল্ডাররা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।
ইউপিআই এবং এটিএম এর মাধ্যমে তোলা যাবে টাকা | Provident Fund Through UPI |
ইপিএফও ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই পরিষেবা চালু করা হবে। এই নতুন ব্যবস্থায়-
- ইপিএফের টাকা তোলা যাবে সরাসরি ইউপিআই অ্যাপের মাধ্যমে। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই টাকা মিলবে।
- এটিএম কার্ডের মত ইপিএফও কার্ড কাজ করবে, যাতে সহজেই গ্রাহকরা তাদের টাকা তুলতে পারে।
- কোন কোম্পানির অনুমোদন ছাড়াই নির্দিষ্ট কিছু প্রয়োজনের জন্য ইপিএফও এর টাকা তোলা যাবে।
কীভাবে এই প্রক্রিয়া দ্রুত এগোবে?
বর্তমান সময়ে ইপিএফও থেকে টাকা তুলতে হলে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগে। কিন্তু নতুন ইউপিআই এবং এটিএম ব্যবস্থায়-
- ইউপিআই ট্রান্সফার সুবিধা একবার চালু হয়ে গেলে ইপিএফ ফোল্ডাররা তাদের একাউন্ট থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের টাকা পেয়ে যাবেন।
- ইপিএফও এটিএম কার্ড একেবারে ডেবিট কার্ডের মতোই কাজ করবে। গ্রাহকরা এটিএম থেকেই সহজে তাদের টাকা তুলে নিতে পারবে।
- টাকা তোলার জন্য UNA নাম্বার লিঙ্ক করতে হবে এবং ওটিপি ভেরিফিকেশন করতে হবে।
কোন কোন প্রয়োজনে টাকা তোলা যাবে?
তবে এক্ষেত্রে বলে রাখি, ইপিএফের টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম এবং শর্ত রয়েছে। নতুন এই ব্যবস্থায়ও কিছু নিয়ম চালু থাকবে। ইপিএফের টাকা তোলা যাবে নিম্নলিখিত ক্ষেত্রে-
- জরুরী চিকিৎসার খরচ মেটানোর জন্য।
- বাড়ি কেনা বা বাড়ি নির্মাণ করার জন্য ৯০% পর্যন্ত টাকা তোলা যাবে, তবে কমপক্ষে ৫ বছর কাজ করার শর্ত থাকবে।
- ঋণ পরিশোধ করার জন্য।
- বিয়ের খরচের জন্য।
এছাড়া গ্রাহকের বেতনের ছয়গুন পর্যন্ত টাকা তোলা যাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।
আরও পড়ুন: মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন, সরকার নিয়ে আসলো সেরা স্কিম
সরকারিভাবে কবে ঘোষণা হবে?
এই পরিষেবা চালু করার জন্য ইপিএফও এখনো আনুষ্ঠানিকভাবে কোন রকম ঘোষণা করেনি। তবে এই নতুন ব্যবস্থা চালু হলে ইপিএফও-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে। আপনি যদি একজন ইপিএফও হোল্ডার হয়ে থাকেন, তাহলে এই সুবিধা পেতে আপনার UNA নাম্বার অবশ্যই আপডেট করা আছে কিনা তা দেখে নিন।