দ্বিতীয় ওয়ানডেতেই ইতিহাস! বরুণের ক্যামিওতে দুমড়ে মুচড়ে গেল কিউইরা

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় ক্রিকেটে যেন একটা নতুন তারকার জন্ম হলো দুবাইয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন। চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এ (Champions Trophy 2025) নিউজিল্যান্ডের (India vs NewZealand) বিরুদ্ধে দুর্দান্ত বল করে ইতিহাস গড়ে দিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেট নিয়ে স্টুয়ার্ট বিনির মতো তারকার রেকর্ড ভেঙে দিলেন নাইট তারকা। কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার একটুর জন্য ছুঁতে পারলেন না রবীন্দ্র জাদেজার কীর্তি। তবে তার দুর্দান্ত পারফরমেন্স ভারতকে নিয়ম রক্ষার ম্যাচে এক দারুণ জয় এনে দিল।

বরুনের ঐতিহাসিক স্পেল

দুবাইয়ের গরম আবহাওয়া এবং ফ্ল্যাট পিচেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের দম বন্ধ করে দিলেন যেন বরুন চক্রবর্তী। মাত্র ৪২ রান খরচ করে ৫ উইকেট নিয়ে ভারতকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে এনে দেন তিনি। এর ফলে তিনি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ৫ উইকেট শিকারি বোলারে পরিণত হলেন। এই তালিকায় তিনি পিছনে ফেলে দিলেন স্টুয়ার্ট বিনিকে। ২০১৪ সালে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৬ রানে ৪ উইকেট নেওয়ার রেকর্ড আজ ভেঙ্গে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই তারকা স্পিনার।

ভারতের সেরা পারফরমেন্সের কাতারে বরুণ

এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ভারতের সেরা স্পিনারদের কাতারে নিজের নাম লিখিয়ে ফেললেন। চলুন দেখে নেওয়া যাক ভারতের সেরা পারফর্মেন্সগুলির তালিকা-

১) তালিকার প্রথম স্থানে রয়েছে রবীন্দ্র জাদেজা। যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্য ওভালে ২০১৩ সালে মাত্র ৩৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

২) তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে বরণ চক্রবর্তী, যিনি গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে ৪২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন।

৩) তালিকার তৃতীয় স্থানে রয়েছে মহম্মদ শামি, যিনি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৫৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন।

৪) তালিকার চতুর্থ স্থানে রয়েছে সচিন তেন্ডুলকার, যিনি ১৯৯৮ সালে ঢাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন।

৫) তালিকার পঞ্চম স্থানে রয়েছে জাহির খান, যিনি ২০০২ সালে কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ রান খরচ করে ৪টি উইকেট তুলে নিয়েছিলেন। 

পাকিস্তানের রেকর্ড ভেঙে দিল ভারত

শুধুমাত্র বরুণ চক্রবর্তী নন। ভারতের অন্যান্য স্পিনাররাও এদিন অসাধারণ পারফরম্যান্স দেখালেন। কুলদীপ জাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা মিলে মোট ৯টি উইকেট তুলে নিয়েছেন। এর ফলে এক ইনিংসে স্পিনারদের নেওয়ার সর্বোচ্চ উইকেটের রেকর্ড ভেঙ্গে দিল ইন্ডিয়া। ২০০৪ সালে এজবাস্টনে কেনিয়ার বিরুদ্ধে পাকিস্তান ৮ উইকেট নিয়েছিল। এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনারদের সর্বোচ্চ রেকর্ডের তালিকায় এটাই ছিল।

চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে সেরা বোলিং

চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে কীর্তি গড়েছেন এমন কিছু প্লেয়ার রয়েছে। এবার বিরল কীর্তির ইতিহাসে সেরা অভিষেক পারফরমেন্সের তালিকায় জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্সের তারকা বরুণ চক্রবর্তী।

১) এই তালিকার প্রথমে রয়েছে জস হ্যাজেলহুড, যিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ৫২ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন।

২) তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বরণ চক্রবর্তী, যিনি গতকাল দুবাইয়ের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪২ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন।

৩) তালিকার তৃতীয় স্থান রয়েছে মহম্মদ শামি, যিনি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে ৫৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন।

ম্যাচ শেষে বরুণ চক্রবর্তীর প্রতিক্রিয়া

ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য বরুণ চক্রবর্তী ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। পুরস্কার নেওয়ার পর তিনি নিজের অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমি আগের রাতে জানতে পারি যে খেলতে নামব। একটু নার্ভাস ছিলাম। কিন্তু মাঠে নামার পর আমি আত্মবিশ্বাস সম্পূর্ণরূপভাবে ফিরে পাই। বিরাট, রোহিত এবং হার্দিক সবাই মিলে আমাকে সবসময়ই উচ্ছাসিত করে তুলেছিল, যা আমার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে।”

এখানেই থেমে থাকেননি তিনি। দুবাইয়ের পিচ সম্পর্কে তিনি বলেন, “পিচ খুব একটা টার্ন নিচ্ছিল না। তবে নির্দিষ্ট লাইন লেংথে বলে রাখলে সাহায্য পাওয়া যাচ্ছিল।” সতীর্থদের অবদানের কথা তুলে ধরে বরুণ আরও জানিয়েছেন, “কুলদীপ, জাদেজা, অক্ষর সবাই দারুন বোলিং করেছে। এটা পুরোপুরি দলীয় একটা প্রয়াস। এজন্যই আমরা এই ম্যাচে জয়লাভ করেছি।”

মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই রেকর্ড গড়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বরুন চক্রবর্তী। ভারতীয় ক্রিকেটের জন্য এটি একটি দারুন ইঙ্গিত। তার এই পারফরমেন্স ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শীর্ষে নিয়ে গেছে। তবে ট্রফি ভারতের হাতে উঠবে কিনা সেটা সময়ই বলে দেবে।

Leave a Comment