বং নিউজ, ওয়েবডেস্কঃ আপনার গাড়িতে কয়জন বসেছে, সেটা খেয়াল করেছেন কখনো? যদি না করে থাকেন তাহলে এখনই সাবধান হন। কারণ নিয়ম অনুযায়ী কোন গাড়িতে পাঁচজনের বেশি যাত্রী বহন করলেই গুনতে হবে মোটা অংকের জরিমানা।
ট্রাফিক আইন লংঘন করলেই গুনতে হবে বড় অংকের ফাইন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তাই বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোনোর আগে অবশ্যই এই নিয়মগুলো জেনে নিন। নাহলে পথে সমস্যায় পড়তে পারেন।
ভারতের ট্রাফিক আইন | Indian Traffic Rules |
প্রতিদিন হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে ভারতে। এর প্রধান কারণ হল বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী এবং ওভারলোডিং ও ট্রাফিক নিয়ম না মানা। আর এই দুর্ঘটনা কমাতেই ভারত সরকার ট্রাফিক আইন এবার থেকে আরো কঠোর করেছে।
আপনি যদি নিয়ম ভেঙে এখন থেকে আপনার গাড়িতে পাঁচজনের বেশি যাত্রী বসান, তাহলে অতিরিক্ত যাত্রীর জন্য ১০০০/- টাকা করে জরিমানা দিতে হতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইসেন্স পর্যন্ত বাজেয়াপ্ত করা হতে পারে।
কী কী নিয়ম মানতে হবে?
প্রথমত গাড়িতে সিট ক্যাপাসিটি অনুযায়ী যাত্রী বসান। পাঁচ সিটের গাড়িতে পাঁচজনের বেশি কোন মতেই বসানো যাবে না। এক্সট্রা যাত্রী থাকলেই প্রতি জনের জন্য ১০০০/- টাকা করে জরিমানা দিতে হবে।
দুই চাকার গাড়িতে ওভারলোডিং করা যাবে না। বাইকে একাধিক যাত্রী বহন করলে প্রতি যাত্রীর পেছনে ২০০০/- টাকা করে জরিমানা দিতে হবে। এছাড়া লাইসেন্স পর্যন্ত বাজেয়াপ্ত করা হতে পারে তিন মাসের জন্য।
শুধু তাই নয়, বাণিজ্যিক যানবাহনে ওভারলোডিং কঠোরভাবে নিষিদ্ধ। এক্ষেত্রে আপনার ২০,০০০/- টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। অতিরিক্ত ওজন থাকলে প্রতি টনের জন্য ২০০০/- টাকা করে জরিমানা করা হবে।
আরো কিছু জরুরী ট্রাফিক আইন
গাড়ি চালানোর সময় এই নিয়মগুলি ভাঙলে আপনার দিতে হবে মোটা অংকের জরিমানা। সেগুলি হল-
- যদি আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালান, তাহলে আপনাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।
- যদি অযোগ্য ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ১০,০০০/- টাকা জরিমানা দিতে হবে।
- যদি ওভার স্পিডিং করেন তাহলে ১০০০/- টাকা জরিমানা দিতে হবে।
- যদি ঝুঁকিপূর্ণ ড্রাইভিং করেন তাহলে ৫০০০/- টাকা জরিমানা দিতে হবে।
- যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালান তাহলে ১০,০০০/- টাকা জমা দিতে হবে।
আরও পড়ুন: আর লাইনে দাঁড়াতে হবে না! এবার ATM থেকেই তোলা যাবে PF-র টাকা
আইন মেনে চলুন, নিরাপদে থাকুন
অনেক ড্রাইভারই মনে করেন, একটু বেশি যাত্রী নিয়ে গেলে কি এমন হবে? কিন্তু এই সামান্য ভুল থেকেই ঘটে যেতে পারে বড়সড় বিপদ। তাই ট্রাফিক আইন মেনে চলুন এবং নিজেকে ও অন্যদেরকে সুরক্ষিত রাখুন। গাড়ি চালানোর আগে নিয়মগুলি অবশ্যই জেনে নিন, আইন মেনে চলুন এবং দুর্ঘটনায় এড়ান।