KL Rahul on Virat Kohli: চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এর (Champions Trophy 2025) সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) এক রুদ্ধশ্বাস লড়াই। লক্ষ্যমাত্রা ছিল খুবই চ্যালেঞ্জিং। তবে ভারতের ব্যাটিং লাইন আপ এত সহজে হাল ছাড়েনি। শেষ পর্যন্ত কেএল রাহুলের (KL Rahul) ব্যাট থেকে আসা ছক্কায় ভারত ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলে। কিন্তু ম্যাচের এক মুহূর্তে বিরাট কোহলির (Virat Kohli) আউট নিয়ে রাহুলের প্রতিক্রিয়া এখন নেট দুনিয়ায় ভাইরাল।
কোহলির আউট নিয়ে রাহুলের ক্ষোভ
ভারতের ইনিংস তখন সবে জমে উঠেছে। কোহলি এবং রাহুল জুটি দলকে জয়ের পথে প্রায় নিয়ে গেছিলেন। বিরাট কোহলি যখন ৮৪ রানে ব্যাট করছিলেন। ব্যক্তিগত সেঞ্চুরির প্রায় কাছাকাছি ছিলেন তিনি। কিন্তু ম্যাচের ৩৫তম ওভারে অ্যাডাম জাম্পার বলে ছক্কা মারতে যান। আর সেখানেই ধরা পড়েন ভারতীয় তারকা।
কোহলির এই আউট দেখে নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুল স্পষ্টত বিরক্ত হয়ে গেছিলেন। ক্যামেরায় ধরা পড়ে, তিনি অসন্তোষ প্রকাশ করে বলছেন, “আমি তো মারছিলাম নাকি।” অর্থাৎ, তিনি যখন রান তুলছিলেন, তখন কোহলির এত বড় শট খেলার কি দরকার ছিল? তিনি অনায়াসে সেঞ্চুরিটি পূরণ করতে পারতো।
কেন এমন প্রতিক্রিয়া দিলেন রাহুল?
যদিও ক্রিকেট মাঠে আবেগের বহিঃপ্রকাশ স্বাভাবিক। তবুও রাহুলের এই প্রতিক্রিয়া নেটিজেনদের অবাক করে তুলেছে। আসলে ম্যাচ তখন উত্তেজনার তুঙ্গে ছিল। ভারতের প্রয়োজনীয় রান খুব একটা বেশি ছিল না। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে কোহলির উইকেট হারানো মানে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত।
রাহুল স্বাভাবিকভাবেই ব্যাটিং করছিলেন। শট বাছাই করে খেলছিলেন সাবধানে। অন্যদিকে কোহলি ধৈর্য ধরে রান করছিলেন। কিন্তু হঠাৎ করে ছক্কা মারার সিদ্ধান্ত নিয়ে হয়তো তিনি ভুল করেছিলেন। ফলে আউট হয়ে যান। আর এখানেই রাহুলের ক্ষোভের মূল কারণ।
কোহলির রাহুলের জুটি
এই ম্যাচে কোহলি এবং রাহুলের পার্টনারশিপই ছিল সব থেকে বড় আসা। শ্রেয়স এবং অক্ষর আউট হওয়ার পর এই দুজন ভারতকে স্থিতিশীল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তারা যখন আউট হয়, তখন ভারতের হাতে পর্যাপ্ত বল ছিল। ফলে রাহুল চাইছিলেন স্থিরভাবে ম্যাচটি শেষ করতে। কিন্তু কোহলি নিজেই স্বাভাবিক ধৈর্য হারিয়ে ছয় মারতে গিয়ে আউট হন।
শেষ পর্যন্ত জয়ের ছক্কা
যদিও লোকেশ রাহুল তখন কোহলির আউট দেখে বিরক্ত হয়েছিলেন, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সেই রাগ যেন এক প্রকার উধাও হয়ে যায়। কারণ তিনিই শেষ পর্যন্ত ভারতকে জিতিয়ে দেন। উইনিং শটটি মারার পর কোহলি যখন থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন, তখন দুজনের আবেগঘন মুহূর্ত ধরা পড়েছিল ক্যামেরায়।
হ্যাঁ, এটাই ক্রিকেট। মাঠের উত্তেজনা এক মুহূর্তে রাগে পরিণত হয়, আবার অন্য মুহূর্তে ভালোবাসায় পরিণত হয়। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় রয়েছে, রাহুল-কোহলির ব্যাট যেন আরেকবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের গল্প লিখতে পারে।