Low Investment Business Idea: বর্তমান সময়ে ভালো একটি চাকরি পাওয়া সব থেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণেই এখন অনেকেই চাকরির (Job) পিছনে না ছুটে নিজস্ব ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন। কিন্তু প্রশ্ন হল, এমন কোন ব্যবসা শুরু করা যাবে যেখানে আয় নিশ্চিত, বিনিয়োগ কম এবং গ্রাহকের কোনদিন অভাব পড়বে না? আজ আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া (Business Idea) দেবো, যেটা শহর থেকে গ্রাম যেকোন জায়গায় শুরু করলে প্রচুর পরিমাণে লাভ থাকবে। আর এটি এমন একটি ব্যবসা, যা একবার শুরু করলে সারা জীবন চলবে। শুধু তাই নয়, স্বল্প বিনিয়োগেই এই ব্যবসাটি শুরু করা যায়। চলুন বিস্তারিত জেনে নিই ব্যবসাটি সম্পর্কে।
কোন ব্যবসার কথা বলা হচ্ছে? | Low Investment Business Idea |
আমরা এখানে কথা বলছি আটা চাক্কি ব্যবসা (Flour mill business) বা গম ভাঙিয়ে আটা তৈরি করার ব্যবসা নিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এটি এমন একটি ব্যবসা, যা সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান সময়ে বহু পরিবার রেশন দোকান থেকে গম সংগ্রহ করেন এবং সেই গম ভাঙ্গিয়ে আটা তৈরি করেন। তাই যদি আপনি রেশন দোকানের কাছাকাছি কোন জায়গায় একটি আটা চাক্কির বা গম ভাঙানোর দোকান খুলতে পারেন তাহলে কোন প্রচার ছাড়াই প্রতিদিন প্রচুর সংখ্যক গ্রাহক পাবেন।
কেন এই ব্যবসার চাহিদা বেশি?
ভারতে প্রায় ৮০ কোটি মানুষের নিজস্ব রেশন কার্ড (Ration Card) রয়েছে এবং তারা নিয়মিত রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করে থাকেন। গম সংগ্রহ করার পর সেই গম ভাঙিয়ে আটা বানাতে হয়। কারণ বেশিরভাগ মানুষ এখনও ঘরে গম ভাঙ্গানোর যন্ত্র রাখে না। আর বাঙ্গালীদের জন্য রুটি একটি প্রধান খাদ্য। ঠিক এই কারণেই গম ভাঙিয়ে আটা তৈরি করার জন্য আপনার এই ব্যবসার চাহিদা থাকবে।
কীভাবে শুরু করবেন ব্যবসা?
প্রথমত কোন ব্যবসা শুরু করতে গেলে কিছু উপকরণ প্রয়োজন হয়। তাই আটা চাক্কি বা গম ভাঙানোর ব্যবসা শুরু করতে গেলে আপনার যা যা উপকরণ লাগবে সেগুলি হল-
১) একটি দোকান বা জায়গা- যদি আপনার বাড়ির সামনেই কোন ফাঁকা জায়গা থাকে তাহলে আলাদা করে দোকান ভাড়া নেওয়ার কোনরকম দরকার নেই। সেই জায়গাতেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন।
২) গম ভাঙানোর মেশিন- আপনাকে প্রথমে ভালো মানের একটি আটা চাক্কির মেশিন কিনতে হবে, যা ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।
৩) ইলেকট্রিক সেটআপ- মেশিন বসানোর জন্য দোকানের ভিতরে ভালো ইলেকট্রিক সংযোগ দিতে হবে। কারণ গম ভাঙানোর ক্ষেত্রে ইলেকট্রিক সংযোগ উন্নত হওয়া দরকার। ইলেকট্রিক সংযোগ করতে আপনার খুব বেশি হলে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ পড়বে।
৪) লাইসেন্স এবং রেজিস্ট্রেশন- ব্যবসা পরিচালনা করার জন্য কিছু প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করতে হবে, যা করতে আনুমানিক আপনার ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা খরচ হতে পারে।
কত টাকা আয় করা সম্ভব?
এই ব্যবসায় আয় নির্ভর করবে আপনি প্রতিদিন কত কেজি গম ভাঙাতে পারবেন বা আটা তৈরি করতে পারবেন তার ওপর। যদি আপনি দিনে ২৫০ কেজি গম ভাঙাতে পারেন তাহলে প্রতি কেজি ৩ টাকা হিসেবে মাসে ২২ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে একদিনে ৭০০ থেকে ৮০০ কেজি গম ভাঙ্গানো কোন ব্যাপার না। তাই সেক্ষেত্রে আপনার মাসিক ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা আয় হতে পারে।
আরও পড়ুন: ১০ ঘণ্টার পথ মাত্র ৩০ মিনিটে! এবার আধঘণ্টায় কেদারনাথ যাওয়ার ব্যবস্থা করে দিল কেন্দ্র সরকার
ব্যবসার মূল সুবিধা
এই ব্যবসার মূল সুবিধাগুলি হল-
- এটি এমন একটি ব্যবসা, যা সারা বছরই চলবে অর্থাৎ, সারা বছরই চাহিদা থাকবে। ব্যবসা বন্ধ হওয়ার কোনরকম সম্ভাবনা নেই।
- মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা বিনিয়োগ করেই আপনি অনায়াসে এই ব্যবসা শুরু করতে পারবেন। অর্থাৎ, স্বল্প বিনিয়োগে এই ব্যবসা শুরু করা যাবে।
- এই ব্যবসা শুরু করতে গেলে কোন বড় জায়গার দরকার পড়ে না। বাড়ির সামনে একটু ছোট জায়গাতেই এই ব্যবসা শুরু করা যায়।
- শুধুমাত্র গম ভাঙিয়ে আটা তৈরি করলেই আপনি প্রতিদিন এই ব্যবসা থেকে নিশ্চিত আয়ের সুযোগ পাবেন।
তাই যদি আপনি এমন একটি ব্যবসা খুঁজে থাকেন, যেখানে কম বিনিয়োগে নিশ্চিত আয় করা যায়, তাহলে আটা চাক্কির ব্যবসা বা গম ভাঙিয়ে আটা তৈরির ব্যবসা হতে পারে আপনার জন্য সেরা একটি বিকল্প। এটি এমন একটি ব্যবসা, যেখানে গ্রাহকদের কোন জায়গায় খুঁজতে হবে না, বরং তারা নিজেরাই আপনার কাছে আসবে। আপনি একবার এই ব্যবসা শুরু করতে পারলে বছরের পর বছর আয় চলতে থাকবে। তাই দেরি না করে আজই পরিকল্পনা শুরু করুন এবং নিজের ব্যবসার মাধ্যমে আয়ের পথ খুলে নিন।