আইপিএলের রঙিন আকাশে যখন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল, তখনই অন্যপ্রান্তে প্রশ্ন উঠছে— জাতীয় টেস্ট দলে কেন নেই এই প্রতিভাবান ব্যাটার? মাঠে দাপুটে পারফরম্যান্স দিলেও সাম্প্রতিক ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। নির্বাচক প্রধান অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন— শ্রেয়সের টেকনিক এখনও সুইং কন্ডিশনের জন্য যথেষ্ট নয়।
এই পরিস্থিতিতে টেস্ট দলে ফেরার পথ খুঁজে পেলেন শ্রেয়স আইয়ার? উত্তর দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর।
“সুইংয়ের বিরুদ্ধে খেলাটা শিখতেই হবে” — মন্টি পানেসর
সম্প্রতি এক সাক্ষাৎকারে পানেসর বলেছেন, “পাটা উইকেট ও বাউন্সি পিচে শ্রেয়স আইয়ার দারুণ খেলেন। কিন্তু সুইং বলের বিরুদ্ধে তাঁর টেকনিক এখনও পুরোপুরি পরিণত নয়।”
তাঁর পরামর্শ— জাতীয় দলে ফিরতে চাইলে শ্রেয়সের উচিত কাউন্টি ক্রিকেট খেলা। কারণ ইংল্যান্ডের উইকেটেই সবচেয়ে ভালোভাবে শেখা যায় সুইং বল খেলার কৌশল।
কাউন্টি ক্রিকেটেই মুক্তির রাস্তা?
পানেসরের মতে, “যদি শ্রেয়স সত্যিই টেস্ট দলে ফিরতে চায়, তাহলে অন্তত এক বা দুই মরশুম কাউন্টিতে খেলে আসা উচিত। সেখানেই ও নিজেকে তৈরি করতে পারবে। সেই অভিজ্ঞতা নির্বাচকদেরও বোঝাবে, যে ও সুইংয়ের বিরুদ্ধে টেকনিক দারুণভাবে শিখে ফেলেছে।”
উল্লেখ্য, ভারতীয় ব্যাটারদের মধ্যে একসময় চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেও টেস্ট দলে টিকে থাকতে এই পদ্ধতি অনুসরণ করেছিলেন। ইংল্যান্ডে কাউন্টি খেলে নিজেদের গড়েছিলেন সুইং কন্ডিশনে খেলায় দক্ষ করে।
আরও পড়ুন: Dilip Ghosh: জামাইষষ্ঠী না রাজনীতি? বিয়ের পর প্রথম উৎসবে দিলীপ ঘোষের পছন্দ ‘সংসার’
নির্বাচকদের বার্তা স্পষ্ট, টেস্টে ঢুকতে চাইলে তৈরি হতে হবে
ভারতীয় টেস্ট দল এখন নতুন রূপে নিজেদের গুছিয়ে নিচ্ছে। সেখানে একজন ব্যাটারের জন্য টেকনিকই চূড়ান্ত পরিক্ষার বিষয়। শ্রেয়সের ইনিংস গঠনের ক্ষমতা, মিডল অর্ডারে তার স্ট্রোক প্লে— সবই প্রশংসনীয়, তবে সুইং কন্ডিশনে ফাঁকি দিলে টেস্ট দলে জায়গা পাওয়া কঠিনই হবে।
টেস্ট দলে ফিরতে হলে শুধু রান নয়, দরকার কন্ডিশন অনুযায়ী খেলার ক্ষমতা। মন্টি পানেসরের পরামর্শ শ্রেয়স আইয়ার যদি গ্রহণ করেন, তাহলে তাঁর ফেরা খুব একটা অসম্ভব নয়। সময় বলবে, শ্রেয়স আইয়ার ব্যাট হাতে সেই চ্যালেঞ্জ নিতে পারেন কি না।