সাপ ও মানুষ একসাথে বাস করে! ভারতের এই রাজ্যে সাপের বসবাস সবচেয়ে বেশি

বং নিউজ: সাপ (Snake) নামটা শুনলেই অনেকের গায়ে কাঁটা দেয়। আমাদের দেশে সাপকে সাধারণত ভয় হিসাবেই দেখা হয়। বিশেষ করে গ্রামাঞ্চলে বর্ষাকালে সাপের আতঙ্ক চরম উন্মাদনায় পৌঁছায়। কিন্তু আপনি কি জানেন? ভারতের এমন একটি রাজ্য রয়েছে যেখানে সব থেকে বেশি সাপের বাস। শুধু সংখ্যায় বেশি নয়, বরং প্রজাতির বৈচিত্রের দিক থেকেও এই রাজ্যে সব থেকে বেশি সাপ রয়েছে।

বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, এই রাজ্যে ৩৫০ এর বেশি প্রজাতির সাপ পাওয়া যায়। কোবরা থেকে শুরু করে ভাইপার, কেউটে, গোখরো সবচেয়ে বিষধর সাপের বসবাস এই রাজ্য। আশ্চর্যের বিষয়, এখানকার মানুষ আর সাপ পাশাপাশি বসবাস করেও নির্বিঘ্নে জীবনযাপন করে। 

কোন রাজ্যে সব থেকে বেশি সাপ (Snake) পাওয়া যায়?

আসলে ভারতের কেরল রাজ্য হল সাপের স্বর্গরাজ্য। ঘন জঙ্গল এবং উপকূলীয় জলবায়ু অঞ্চলে এখানে প্রচুর পরিমাণে সাপ বাস করে। সারাবছর বৃষ্টিপাত এবং উষ্ণ আদ্র আবহাওয়া সাপের জন্য এখানে আদর্শ পরিবেশ তৈরি করেছে। কেরলে এমন কোন গ্রাম নেই, যেখানে সাপ দেখা যায় না।

কেরলে মানুষ এবং সাপের সম্পর্ক কেমন?

সাধারণত সাপ মানুষের সংস্পর্শে এড়িয়ে চলতে চায়। তবে কেরলে মানুষ এবং সাপের মুখোমুখি হওয়া খুবই স্বাভাবিক। বাসিন্দারা প্রায়ই নিজেদের উঠোনে, মাঠে কিংবা বাড়ির ভেতরে সাপ দেখতে পান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানকার মানুষের সাপের প্রতি শ্রদ্ধা রয়েছে এবং সহাবস্থান গড়ে উঠেছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

অনেক পরিবার সাপকে এখানে দেবতার সমান পূজা করে। সাপ ধরার জন্য বিশেষ প্রশিক্ষিত মানুষের রয়েছে, যারা সাপকে মেরে না ফেলে বনাঞ্চলে ছেড়ে দেয়। এছাড়া সরকারি এবং বেসরকারি উদ্যোগে সাপের কামড় থেকে বাঁচতে জনসচেতনতা করা হয়।

snake
snake

সাপের কামড় এবং চিকিৎসা সুবিধা

কেরলে সাপের কামড় খুবই সাধারণ ঘটনা। এখানে প্রচুর পরিমাণে সাপ রয়েছে। তাই সঠিক সচেতনতা অবলম্বন না করলেই কামড় খেতে হবে। তবে আধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকায় এখানে মৃত্যুর হার অনেকটাই কম। প্রায় সব সরকারি হাসপাতালে সাপে কামড়ানো চিকিৎসা রয়েছে। 

পাশাপাশি অ্যান্টি ভেনাম দ্রুত পৌঁছে দেওয়ার জন্য রয়েছে বিশেষ টিম। এছাড়া গ্রামের মানুষদের মধ্যে প্রচার চালানো হয়, যাতে তারা সাপের কামড়ের পর কি করবেন সে সম্পর্কে সচেতন হন। 

আরও পড়ুন: 5 টাকা দিয়ে এই গাছের চারা কিনে এনে বাড়িতে লাগান, মাস গেলে আসবে 50 হাজার টাকা

ভবিষ্যৎ সম্ভাবনা

আসলে কেরল ভারতের একমাত্র রাজ্য, যেখানে সব থেকে বেশি সাপ রয়েছে। কিন্তু মানুষ আর সাপের বসবাস এখানে শান্তিতে। সাপকে ভয় না পেয়ে তাদের সম্পর্কে জানার চেষ্টা করলে মানুষ এবং সাপের মধ্যে আরো সহাবস্থান সম্ভব হবে। এখনকার মানুষ শুধু নিজেদের সুরক্ষিত রাখেন না, বরং সাপদেরকে বাঁচিয়ে রাখারও চেষ্টা করেন।

Leave a Comment