বং নিউজ: আজকের দিনে বাড়তি উপার্জনের সুযোগ কে না খোঁজে? আমি, আপনি সবাই খুঁজে থাকি। কিন্তু জমি ছাড়া কি চাষ করা সম্ভব? আর যদি বলি সম্ভব! আর এবার সেই সুযোগে এনে দিয়েছে গোলমরিচ চাষ (Pepper cultivation)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জলপাইগুড়ির মোহিতনগর গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞানী জানিয়েছেন যে, নারকেল, সুপারি বা তাল গাছে খুব সহজেই গোলমরিচের লতা লাগিয়ে বছরে মোটা অঙ্কের টাকা (Money) ইনকাম করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক গোলমরিচ চাষের সহজ উপায় এবং লাভের অঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য।
পরজীবী হলেও স্বনির্ভর করবে এই গাছ | Pepper cultivation |
গোলমরিচ গাছ নিজে মাটিতে দাঁড়াতে পারে না। এটা একটি লতা জাতীয় উদ্ভিদ। একথা সবাই জানে, যে বড় গাছের গায়ে জড়িয়ে বেড়ে ওঠে। ফলে এই গাছ বড় করার জন্য আলাদা করে কোন জমির দরকার হয় না। আপনার বাড়ির উঠোনে যদি নারকেল গাছ, সুপারি গাছ বা তাল গাছ থাকে, তাহলে খুব সহজেই গোলমরিচ চাষ করতে পারবেন। তাই জমির অভাব নেই? কোনরকম সমস্যা নেই। অন্যের গাছে মালিকের অনুমতি নিয়েও চাষ করলে মোটা অঙ্কের ইনকাম করা সম্ভব।
কত লাভ হবে হিসাব দেখে নিন | Low Investment |
মাত্র ৫০টি গোলমরিচ গাছের চারা লাগালে আপনি মাসে আনুমানিক ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। একবার এই চারা গাছ লাগানোর পর খুব কম যত্নেই ভালো ফলন পাওয়া যায়। এছাড়া কৃষকদের জন্য প্রশিক্ষণের সুযোগ রয়েছে জলপাইগুড়ির মহিতনগর গবেষণা কেন্দ্রে। তাই কম বিনিয়োগে কম পরিশ্রমে সহজেই মোটা টাকার সুযোগ থাকছে এই ব্যবসায়।
চা বাগানের শ্রমিকদের জন্য নতুন সুযোগ | Tree Business |
গোলমরিচ চাষ শুধুমাত্র বাড়ির মালিকদের জন্য নয়। বরং এটি চা বাগানের শ্রমিকদের জন্যও উপার্জনের নতুন পথ করে দিতে পারে। শ্রমিকরা যদি বাগানের বড় কাজগুলিকে মালিকের অনুমতি নিয়ে গোলমরিচ চাষ করেন, তাহলে তারা বাড়তি পয়সা রোজগার করতে পারেন। এটি উপার্জনের একটি অংশ, যা বাগানের মালিকদের দিলেও তারা উৎসাহিত হবে। আর এই চাষ পরিবেশের পক্ষেও ভালো। কারণ এটি গাছ সংরক্ষণেও সাহায্য করে ।
আরও পড়ুন: “আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ছি”, সুনীতা চাওলাকে ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর
কীভাবে শুরু করবেন? | Business Idea |
গোলমরিচ চাষ শুরু করতে গেলে জলপাইগুড়ির মহিতনগর গবেষণা কেন্দ্র থেকে বিনামূল্যে একটি প্রশিক্ষণ নিতে পারেন। তবে সঠিক পদ্ধতিতে গাছ লাগানোর কৌশল আপনাকে শিখতে হবে। গোলমরিচের যত্ন এবং পরিচর্যার জন্য বিশেষ পরামর্শ পাবেন এখান থেকে। এছাড়া কম খরচে লাভজনক কৃষি কাজ শিখে খুব সহজে স্বনির্ভর হতে পারবেন। তাই আর অপেক্ষা কেন? গোলমরিচের চাষ শুরু করুন এবং প্রতি মাসে ইনকাম করুন মোটা অংকের টাকা।