দারুণ সুখবর! রান্নার খরচ থেকে বাজারের সব জিনিসের মূল্যবৃদ্ধির হার কমছে

বং নিউজ, ওয়েবডেস্কঃ দেশের সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর। এবার খুচরো বাজারের মূল্য বৃদ্ধির হার কমার (Rate Decreasing) ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক সমীক্ষা। শীতের আনাজ এখন বাজারে আসার ফলে সবজির দাম অনেকাংশ কমেছে। যার প্রভাব পড়ছে সামগ্রিক মূল্যবৃদ্ধির উপরে। হ্যাঁ একদম ঠিকই শুনছেন। এর ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংক সুদ কমানোর পথে হাঁটতে পারে, যা ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

মূল্যবৃদ্ধির হার কমবে | Rate Decreasing |

বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, ফেব্রুয়ারিতে খুচরা মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশের নীচে নেমে আসতে পারে। তবে অর্থনীতিবিদরা মনে করছে, এই হার হতে পারে ৩.৯৮ শতাংশ, যেখানে জানুয়ারি মাসে এই হার ছিল ৪.৩১ শতাংশ।

মূলত শীতকালীন সবজি বাজারে আসার ফলে আলু, পেয়াজ, টমেটোর দাম হ্রাস পেয়েছে। যার ফলে সামগ্রিক খাদ্যপণ্যের দামও কিছুটা স্বস্তির মধ্যে এসেছে। সমীক্ষায় অংশ নেওয়া ৪৫ জন অর্থনীতিবিদদের মধ্যে ৭০ শতাংশ মানুষ ধারণা করছে মূল্যবৃদ্ধির হার আরও কমবে। 

রান্নার খরচ কমছে!

বেশকিছু সংবাদসূত্রের খবর, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের রান্নার খরচ ৫ শতাংশ হ্রাস পেয়েছে। আমিষ খরচ ৬ শতাংশ বেড়েছে, তবে নিরামিষ রান্নার খরচ অনেকাংশেই কমেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। কারণ সবজির দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

সুদ কমার সম্ভাবনা 

এই মূল্যবৃদ্ধির হার যদি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে থাকে, অর্থাৎ ৪% এর নিচে থাকে, তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক সুদ কমাতে পারে। গত মাসেই আরবিআই ৫ বছর পর প্রথমবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। এপ্রিল মাসের ঋণনীতিতেও সুদ কমার সম্ভাবনা রয়েছে যা হোম লোন, গাড়ি লোন, পার্সোনাল লোনের ক্ষেত্রে সুবিধা নিয়ে আসতে পারে।

আরও পড়ুন: Airtel Offer: মাত্র ১০০ টাকার কম দামে আনলিমিটেড ডেটা দিচ্ছে এয়ারটেল

গরমে আবার দাম বাড়তে পারে

তবে বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, গরমের সময় সবজির উৎপাদন কমতে পারে। যার ফলে দাম আবারো চড়া হতে পারে। তবে খাদ্যশস্য এবং ডালের দাম কমে যাওয়ায় সামগ্রিক মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। 

সাধারণ মানুষের জন্য এই মূল্যবৃদ্ধি কমার খবর একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। বিশেষ করে যে সমস্ত মানুষ প্রতিদিন বাজারে গিয়ে পণ্যের দামের ভার সামলাচ্ছেন। এখন দেখার বিষয় এই মূল্যবৃদ্ধি কমার ধারা কতদিন স্থায়ী হয়।

Leave a Comment