ছন্দহীন নাইটরা! কোন সমীকরণ ধরে প্লে-অফে পৌঁছতে পারবেন অজিঙ্কা রাহানেরা?

বং নিউজ, ওয়েবডেস্ক: নববর্ষের উৎসবের মাঝে একপ্রকার ঝটকা নেমে এসেছে নাইট বাহিনীর উপর। হ্যাঁ, মাত্র ১১২ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একেবারে হামাগুড়ি দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দীর্ঘদিন ধরে বড় রান তাড়া করে ম্যাচ জেতা কলকাতা এবার মুখ থুবড়ে পড়ল একটি সহজ ম্যাচের কাছে। আর এরকম পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে, আসলেই কি কেকেআর প্লে-অফে জায়গা করতে পারবে?

এবার প্লে-অফের আশা কি অধরা থেকে যাবে?

এখনো পর্যন্ত সাতটি ম্যাচ খেলে কেকেআর পেয়েছে মাত্র তিনটিতে জয়। অর্থাৎ, পয়েন্ট তালিকায় মাত্র ছয় পয়েন্ট সংগ্রহ করে ৬ নম্বরে অবস্থান করছে অজিঙ্কা রাহানের দল। সমর্থকদের মধ্যে একটি বড় অংশ এখন এই নিয়ে প্রশ্ন তুলছে যে, ছন্দহীন ফর্ম নিয়ে কি প্লে-অফে জায়গা করে নিতে পারবে কেকেআর?

পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে, প্লে-অফে পৌঁছতে হলে অন্তত আটটি ম্যাচে জয় দরকার নাইট বাহিনীর। আর সেই হিসাব ধরে কলকাতা সামনে থাকা বাকি সাতটি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততেই হবে। আর এখানেই তৈরি হচ্ছে কঠিন সমীকরণ।

পরের ম্যাচগুলোই ভাগ্য নির্ধারণ করবে

আগামী কয়েকটি ম্যাচ যেকোন ফ্র্যাঞ্চাইজির কাছেই বড়সড় চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে। কলকাতাও সেই নিয়মের বাইরে যাচ্ছে না। হ্যাঁ, কলকাতার প্রতিপক্ষ পরবর্তী তিন ম্যাচে গুজরাট, দিল্লি এবং পাঞ্জাব। আর এই তিনটি দলই শক্তিশালী এবং চলতি মরসুমে বেশ ভালো ছন্দে রয়েছে। এরপর রয়েছে হায়দ্রাবাদ, রাজস্থান এবং চেন্নাই, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

তবে এবারের পরিস্থিতি যেন একেবারেই আলাদা। প্রতিপক্ষের টিমগুলি  এখন অনেক বেশি সঙ্ঘবদ্ধ এবং আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠছে। অন্যদিকে কলকাতার ব্যাটিং লাইন-আপ দিনের পর দিন চিন্তা বাড়াচ্ছে। মিডিল অর্ডারে একাধিক পরিবর্তন সত্ত্বেও মিলছে না কোন সাফল্য। ফলে পুরনো ভরসাগুলি যেন হারিয়ে ফেলছে তারা।

আরও পড়ুন: মুকেশ আম্বানি গরিব হয়ে যাচ্ছে! তার সম্পদ অর্ধেক হয়ে গেল, এখন কততে আছেন?

কেকেআর কি ইতিহাসে নতুন করে নাম লিখতে পারবে?

সমর্থকরা মনে করছে, ২০২১ সালের মতো ম্যাজিক্যাল ক্যামবাক আবারও দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তখন ইয়ন মরগানের নেতৃত্বে দ্বিতীয় পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে সোজা প্লে-অফের দৌড়ে পৌঁছে গিয়েছিল নাইট বাহিনী, এমনকি ফাইনালে পর্যন্ত উঠেছিল তারা। এবার অজিঙ্কা রাহানের হাত ধরে কি সেই ইতিহাস পুনরাবৃত্তি করার সুযোগ থাকছে?

কিন্তু এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতার কি এই ভরাডুবির মধ্যে থেকে উঠে আসার ক্ষমতা রাখে? পরবর্তী কয়েকটি ম্যাচে কেমন পারফরম্যান্স করবে নাইট বাহিনীরা, তার ওপরে নির্ভর করছে সবকিছু। তবে তা পূরণ হবে কিনা, সবকিছুর উত্তর সময়ই বলে দেবে।

Leave a Comment