Rohit Sharma Captaincy: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর (ICC Champions Trophy 2025) ফাইনাল শুধুমাত্র ট্রফির লড়াই নয়, বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের একটি দিকও নির্দেশ করছে। ভারতের প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড (India vs Newzealand)। আর এই ম্যাচের পরেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট অফ ইন্ডিয়া বা বিসিসিআই (BCCI)।
টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর। যদিও অবসরের সিদ্ধান্ত একান্তই রোহিতের ব্যক্তিগত বিষয়। তবে অধিনায়কত্বের সিদ্ধান্ত রোহিত শর্মার (Rohit Sharma) হাতে নেই। বিসিসিআই এমন একজন অধিনায়ক খুঁজছে, যিনি আগামী দুই বছর দলকে নেতৃত্ব দিয়ে যেতে পারবেন এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দলকে দায়িত্ব দিতে পারবেন।
রোহিতের বিকল্প খোঁজা শুরু করেছে বিসিসিআই
ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে রোহিতের বিকল্প খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিসিসিআই ৯ই মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে চলেছে। আর এই ঘোষণার সঙ্গে অধিনায়কত্ব নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারাকার ইতিমধ্যেই রোহিত শর্মার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সেরে নিয়েছেন। বোর্ড রোহিতের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে এখন।
অবসরের সিদ্ধান্তের রোহিতের | Rohit Sharma Captaincy |
বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে, রোহিত ভারতের হয়ে আরো কয়েক বছর খেলতে চায়। তবে তাকে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে জানিয়ে দিতে। অবসর নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।
রোহিত নিজেই জানেন যে, ২০২৭ সালের বিশ্বকাপের জন্য একজন স্থায়ী অধিনায়ক দরকার। ইতিমধ্যেই বিরাট কোহলির সঙ্গে আলোচনা সেরেছে বোর্ড। তবে আপাতত কোহলির জায়গা বেশ নিরাপদ বলেই মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় চুক্তি এবং বিসিসিআই-এর সিদ্ধান্ত
ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করার আগে এক বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। বর্তমানে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা গ্রেড A+ চুক্তিতে রয়েছেন। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের তিন ফর্মাটেই নিয়মিত খেলার শর্ত দেওয়া থাকে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন। তাই বোর্ড ভাবছে তাদের গ্রেড ডাউন করা হবে, নাকি আগের মতই রাখা হবে।
বিসিসিআই-এর এক সূত্র মারফতে জানা গেছে, বোর্ড রোহিতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। যদি সে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর গ্রহণ করে তাহলে নতুন অধিনায়ক নিয়ে ভাবা হবে। তবে এটাও ঠিক যে, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করছে।
আরও পড়ুন: শেষ ১৮ বলে ৪৮ রান! শতরান করেও দলকে জেতানোর আক্ষেপ থেকে গেল মিলারের
নতুন অধিনায়ক কে হবেন?
ওয়ানডে ফরম্যাটে বর্তমানে ভারতের সহ-অধিনায়ক শুভমান গিল। তবে তিনিই রোহিত শর্মার উত্তরসূরী হবে কিনা বা অন্য কেউ দায়িত্ব নেবেন কিনা, তা নিয়ে এখনো জল্পনা চলছে। বিসিসিআই হয়তো ফাইনাল ম্যাচের পরেই ঘোষণা করবেন নতুন অধিনায়কের নাম।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুধুমাত্র ভারতের শিরোপা জয়ের স্বপ্ন নয়, বরং রোহিত শর্মার ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এখন দেখার ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ক নিয়ে নিজেই সিদ্ধান্ত নেয়, নাকি রোহিত শর্মা নিজেই ভবিষ্যৎ নিয়ে ভাববেন।
nice