বং নিউজ, ওয়েবডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কেবল তার ব্যাটিং দক্ষতার জন্য নয়, বরং ভুলোমনের জন্যও বিশেষভাবে পরিচিত। সতীর্থ থেকে শুরু করে সমর্থকরা পর্যন্ত সবাই প্রায়ই তার এই স্বভাব নিয়ে মজার ঘটনা শুনে থাকেন। আর এবার সেই ভুলোমনের স্বভাবের এক নজির দেখা গেল ভারতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025) জয়ের সাংবাদিক সম্মেলনের মঞ্চে।
ট্রফির নামই ভুলে গেলেন রোহিত | Rohit Sharma Forgot Trophy’s Name |
রবিবার ভারতের জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা তখন বক্তৃতা দিচ্ছিলেন। তখনই ঘটে সেই হাস্যকর মুহূর্ত। তিনি বলেন, “আমাদের জন্য তো ২০২৩ সালের ৫০ ওভার বিশ্বকাপের মতই ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ কোনরকম খামতি নেই। আরে আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটি জিততে কতটা পরিশ্রম করতে হয়?”
কিন্তু খেয়াল করলে দেখবেন, তিনি বারবার “এটি” আর “এই” শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির নামটা মুখেই আনছিলেন না তিনি। যেন তিনি ভুলেই গেছেন, কোন ট্রফি জিতেছেন। ক্যাপ্টেন ও সাংবাদিকদের মধ্যে তখন হাসির রোল পড়ে যায়। এমনকি নিজেও নিজের হাসি আর চেপে রাখতে পারেনি ভারতের অধিনায়ক শর্মা।
আরও পড়ুন: “আমি তো মারছিলাম নাকি…” কোহলির আউট হওয়া নিয়ে রাগে ফুঁসলেন রাহুল
সতীর্থদের চোখে ভুলোমনের স্বভাব
এই ঘটনা অবশ্য নতুন কোন ঘটনা নয়। রোহিত শর্মার ভুলোমনের স্বভাব নিয়ে এর আগেও সমর্থকরা ব্যঙ্গাত্মক পরিচয় দিয়েছেন। তিনি মাঝেমধ্যেই ওয়ালেট, ফোন বা পাসপোর্ট ফেলে রেখে চলে আসেন। তাই সতীর্থরা তাকে এই নিয়ে মজা করে। তবে তিনি বলেছেন, “এটা সত্যি নয়।” যদিও দল তার সঙ্গে একমত নয়।
এমনকি দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেছিলেন, “ও নিশ্চিত করে নেয় ও আসলে চারপাশে কিছু ফেলে গেল কিনা।” বিরাট কোহলি একবার বলেছিলেন, “রোহিতের মতো ভুলোমনের স্বভাব আমি অন্য কাউকে দেখিনি। আইপ্যাড, ওয়ালেট, ফোন এসব ভুলে যাওয়া তো সাধারণ ব্যাপার। এমনকি ও দুই-তিনবার পাসপোর্ট পর্যন্ত ভুলে রেখে চলে এসেছে।”
আরও পড়ুন: অবসরের সিদ্ধান্ত নিল রোহিত শর্মা! ফাইনালের পর ভারতের অধিনায়ক কে হবেন?
ট্রফি জয়ের হাস্যকর মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে
রোহিত শর্মা হয়তো ক্রিকেট মাঠে ভয়ংকর। কিন্তু তার এই ভুলোমনের স্বভাব ইতিমধ্যেই সমাজমাধ্যমে হাসির রসদ জোগায়। এবার তো নিজের জেতা চ্যাম্পিয়ন্স ট্রফির নামই ভুলে গেলেন সাংবাদিক সম্মেলনে। এটাই বোধহয় রোহিত শর্মা। মাঠের ভিতরে দুর্দান্ত অধিনায়ক। কিন্তু মাঠের বাইরে একদম সহজ সরল এবং সাদাসিধে একজন মানুষ।