বং নিউজ, ওয়েবডেস্কঃ ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবার অভিনয়ের ভূমিকায়। ব্যাট-প্যাড ছেড়ে তিনি এবার পুলিশের চরিত্রে। জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রোমোতেই দেখা গেল এবার সৌরভ গাঙ্গুলীকে। আর সেটাই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।
অভিনয়ের ময়দানে দাদা | Sourav Ganguly |
সোমবার প্রকাশিত সেই বিশেষ প্রমোতে দেখা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলী আচমকা সিরিজের সেটে প্রবেশ করেন এবং নিজেই দাবি করছেন একটি চরিত্রের জন্য। নির্মাতারা জানিয়েছেন, চরিত্রটি একদম তার জন্যই উপযুক্ত। একজন সৎ, নির্ভীক এবং আগ্রাসী পুলিশ অফিসার। দাদা সুযোগ লুফে নিক এবার।
পুরনো বিতর্কে ছোঁয়া
প্রোমোর সবথেকে আকর্ষণীয় দিক ছিল সৌরভ গাঙ্গুলীর সংলাপ। তিনি এমন কিছু ডায়লগ বলেছেন, যা মনে করিয়ে দেয় ২০০৫ থেকে ২০০৭ সালের গ্রেগ চ্যাপেল বিতর্ক। ক্রিকেটপ্রেমীরা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন সেই ইঙ্গিত। দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে দাদার নেতৃত্বে এবং আগ্রাসী মনোভাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। আর এবার তিনি সেটা পর্দার সামনে নিয়ে আসলেন।
সোশ্যাল মিডিয়ায় ঝড়
প্রোমো প্রকাশের পরেই নেটিজেনদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। কেউ লিখেছেন, ক্রিকেটে যেমন নেতৃত্ব দিয়েছেন, এবার অভিনয়ের জগতে তিনি নিজের জায়গা পাকা করে নিচ্ছেন। কেউ আবার মজা করে বলেছেন, যে মাঠেই নামবেন দাদাগিরি করে ছাড়বেন।
আরও পড়ুন: অবসর ভেঙ্গে দেশের হয়ে ফের টি-২০ খেলতে নামবে বিরাট কোহলি! এমনটাই জানালেন কিং
সৌরভ গাঙ্গুলীর নতুন ইনিংস
সৌরভ গাঙ্গুলী কেবল একজন ক্রিকেটার নন। বরং একজন নেতা, একজন অনুপ্রেরণা। খেলার মাঠ থেকে শুরু করে প্রশাসন, এবার বিনোদন জগতে তার যাত্রা শুরু হচ্ছে। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর চরিত্র কেমন হবে, তা সময় বলে দেবে। তবে ইতিমধ্যে এই প্রোমো দাদার অভিনয় যাত্রার প্রতি মানুষের কৌতূহল বাড়িয়ে তুলেছে।
নেট দুনিয়ায় এখন একটাই প্রশ্ন, সত্যি কি সৌরভ গাঙ্গুলী অভিনয় করবেন, নাকি এটি শুধুমাত্র প্রোমোর জন্য। তবে যাই হোক, দাদার অনুরাগীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলীর অভিনয় দুনিয়া কেমন হবে সেটা দেখার জন্য।