আবার কি ফিরছে করোনা আতঙ্ক? চার দিনে দেশে আক্রান্ত বেড়েছে তিন গুণ, বাংলায় কী অবস্থা?
চোখ রাঙাচ্ছে আবারও করোনা (Corona)। সামান্য কয়েকদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যায় হঠাৎ করেই লাফ — যেন ফিরে আসছে অতীতের সেই দুঃসহ দিনগুলির স্মৃতি। গত ২৬ মে দেশে যেখানে অ্যাক্টিভ করোনা কেস ছিল মাত্র ১০১০, সেখানে চার দিন পর ৩০ মে-তে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭১০-এ। এই বৃদ্ধির হার প্রায় তিন গুণের কাছাকাছি, যা স্বাস্থ্যবিশারদদের কপালে ভাঁজ ফেলেছে। … Read more