Top 10 Richest State in India: ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনৈতিক একটি দেশ। ২০১৯ সালে ভারত যুক্তরাজ্যকে (United States) পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হয়। আর এখন জানলে হয়তো অবাক হবেন, ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের বিশ্ব জিডিপিতে অংশীদারিত্ব ৩.৬% থেকে ১.৫% পর্যন্ত হয়ে যাবে আশা করা যাচ্ছে।
ভারত ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের সমন্বয়ে গঠিত একটি দেশ। তবে অর্থনৈতিক দিক থেকে সব রাজ্যের অবদান কিন্তু সমান এমনটা নয়। কিছু রাজ্য তাদের জিডিপি (GDP) এবং মোট রাজ্য গৃহস্থালি উৎপাদনের (GSDP) মাধ্যমে ভারতের অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালে শীর্ষ ১০ ধনী ভারতীয় রাজ্যের (Top 10 Richest State in India) তালিকা।
GDP ও GSDP কী?
GDP হল একটি দেশের মোট উৎপাদিত পণ্য ও পরিষেবার আর্থিক মূল্য। আর GSDP হল একটি নির্দিষ্ট রাজ্যের মোট উৎপাদিত পণ্য এবং পরিষেবার আর্থিক মূল্য। এই দুটি সূচকের উপর নির্ভর করে রাজ্যের বা দেশের আর্থিক অবস্থা বোঝানো হয়।
ভারতের শীর্ষ ১০ ধনী রাজ্য
১) মহারাষ্ট্র- ভারতের অর্থনৈতিক কেন্দ্র
আমাদের এই তালিকার ১ নম্বরে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হল ভারতের অর্থনৈতিক রাজধানী। মুম্বাই শহর দেশের ব্যাংকিং, স্টক মার্কেট এবং কর্পোরেট হাব হিসেবে পরিচিত, একথা সবাই জানে। এটি ভারতের সর্ববৃহৎ অর্থনৈতিক রাজ্য। এই রাজ্যের GSDP-এর পরিমাণ ৪২.৬৭ লক্ষ কোটি টাকা।
২) তামিলনাড়ু- দক্ষিণ ভারতের অর্থনৈতিক চালিকাশক্তি
এই তালিকার ২ নম্বরে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুর মূলত শিল্প, বাণিজ্য এবং কৃষিকাজে শক্তিশালী। এছাড়া রাজ্যটি অটোমোবাইল, টেক্সটাইল এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও শীর্ষস্থান দখল করে রেখেছে। তামিলনাড়ুর GSDP-এর পরিমাণ ৩১.৫৫ লক্ষ কোটি টাকা।
৩) কর্ণাটক- প্রযুক্তির স্টার্টআপ রাজধানী
আমাদের এই তালিকার ৩ নম্বরে রয়েছে কর্ণাটক। ব্যাঙ্গালোরে ভারতের আইটি এবং স্টার্টআপ হাব নামে পরিচিত। কর্ণাটক দেশের শীর্ষ সফটওয়ার রপ্তানিকারক রাজ্য এবং বৈদেশিক বিনিয়োগের অন্যতম সেরা একটি গন্তব্য। এই রাজ্যের মোট GSDP-এর শেয়ার ৮.২%।
৪) গুজরাট- ভারতের শিল্প এবং ব্যবসার কেন্দ্রবিন্দু
এই তালিকার ৪ নম্বরে রয়েছে গুজরাট। গুজরাট ডায়মন্ড প্রসেসিং, কেমিকেল এবং অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত। এটি ভারতের অন্যতম শক্তিশালী রপ্তানিকারক একটি রাজ্য। এই রাজ্যের GSDP-এর পরিমাণ ২৭.৯ লক্ষ কোটি টাকা।
৫) উত্তর প্রদেশ
এই তালিকার ৫ নম্বরে রয়েছে উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এবং কৃষি উৎপাদন শিল্প এবং পরিষেবা খাতে ভারতের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। এই রাজ্যের GSDP-এর পরিমাণ ২৪.৯৯ লক্ষ কোটি টাকা।
৬) পশ্চিমবঙ্গ- পূর্ব ভারতের প্রধান অর্থনৈতিক শক্তি
এই তালিকার ৬ নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আগে ভারতের ১০.৫% জিডিপিতে অবদান রাখতো। কিন্তু বর্তমানে এই সংখ্যা কমে ৫.৬%-এ নেমে এসেছে। তবে কলকাতা বাণিজ্য এবং লজিস্টিকে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান GSDP-এর পরিমাণ ১৮.৮ লক্ষ কোটি টাকা।
৭) রাজস্থান- দ্রুত বিকাশমান অর্থনীতি
তালিকার সপ্তম স্থানে রয়েছে উত্তর ভারতের রাজস্থান। রাজস্থান মূলত পর্যটন কেন্দ্র এবং কৃষি ক্ষেত্রে বিশাল অবদান রাখে। এটি ধীরে ধীরে ভারতের দ্রুততম উন্নয়নশীল রাজ্যগুলির মধ্যে একটিতে পরিণত হচ্ছে। এই রাজ্যের GSDP-এর শেয়ার ৫%।
৮) তেলেঙ্গানা- হায়দ্রাবাদের তথ্যপ্রযুক্তি সংস্থা
তালিকার অষ্টম স্থানে রয়েছে তেলেঙ্গানা। হায়দ্রাবাদ মূলত আইটি, ফার্মাসিটিক্যাল এবং স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে বড় ভূমিকা রাখছে। জানলে হয়তো অবাক হবেন, জাতীয় জিডিপিতে তেলেঙ্গানার অবদান ৪.৯%। তেলেঙ্গানার বর্তমান GSDP-এর পরিমাণ ১৬.৫ লক্ষ কোটি টাকা।
৯) অন্ধ্রপ্রদেশ কৃষি ও শিল্প উৎপাদনের অন্যতম কেন্দ্র
এই তালিকার নবম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ মূলত মৎস্য চাষ, কৃষি এবং বন্দরভিত্তিক বাণিজ্যে শক্তিশালী অবস্থান করে রেখেছে, যা ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। অন্ধ্রপ্রদেশের GSDP-এর পরিমাণ বর্তমানে ১৫.৯ লক্ষ কোটি টাকা।
১০) মধ্যপ্রদেশ
তালিকার দশম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ মূলত কৃষি, খনিজ এবং বনজ সম্পদভিত্তিক অর্থনীতিতে অন্যতম শক্তিশালী একটি রাজ্য। মধ্যপ্রদেশে ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। এই রাজ্যের মোট GSDP-এর পরিমাণ ১৫.২২ লক্ষ কোটি টাকা।
ভারতের অর্থনৈতিক উন্নতি রাজ্যভিত্তিক সমৃদ্ধির উপর ব্যাপকভাবে নির্ভর করে। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটকের মতো রাজ্যগুলি প্রযুক্তি ও শিল্পের কারণে এগিয়ে রয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের মত রাজ্যগুলি কৃষি ব্যবস্থায় অবদান রাখছে। ভবিষ্যতে কোন রাজ্যে শীর্ষ থাকবে তা সময়ই বলে দেবে।
1 thought on “ভারতের সবথেকে ধনী ১০টি রাজ্য কোনগুলি? পশ্চিমবঙ্গ কত নম্বরে আছে দেখুন”