বং নিউজ, ওয়েবডেস্কঃ গরমের সময় আমাদের সবার বাড়ি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় ট্যাংকের (Water Tank) গরম জল। দুপুরের রোদে ট্যাংক যেন একেবারে গরম তেলের কড়াইয়ের মত হয়ে ওঠে। আর ফলাফল? স্নান থেকে বাসন ধোঁয়া, সব কাজেই গরম জল ব্যবহার করতে হয়, যা খুবই কষ্টদায়ক। কিন্তু কিছু এমন ঘরোয়া উপায় রয়েছে, যেগুলি মেনে চললে খুব সহজেই ট্যাংকের জল ঠান্ডা রাখা যায়। চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত উপায়গুলি।
১) ট্যাংকের গায়ে চটের কাপড় বাঁধুন
ট্যাংকের উপর ভেজা চটের কাপড় জড়িয়ে দিলে জল অনেকটাই ঠান্ডা থাকে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। কাপড়টি মাঝে মাঝে ভিজিয়ে নিলে এটি একটি প্রাকৃতিক কুলারের মতো কাজ করে। ফলে ট্যাংকের ভিতর তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং জল ঠান্ডা থাকে। তাই আজ থেকে এই ঘরোয়া উপায়টি ব্যবহার করতে পারেন।
২) ট্যাংকটিকে সাদা রং করুন | Paint White Color in Water Tank |
ট্যাংকের বাইরের অংশে সাদা রঙের পেইন্ট করুন। এতে সূর্যের তাপ সরাসরি শোষিত হবে না। বরং প্রতিফলিত হয়ে যাবে। এর ফলে ট্যাংক এর ভেতরের জল স্বাভাবিকের তুলনায় অনেকটাই ঠান্ডা থাকবে। এটি অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যকরী একটি উপায়।
আরও পড়ুন: বাইরে থেকে লোক ডেকে জলের ট্যাঙ্ক পরিষ্কার করাচ্ছেন? এই ৪টি উপায় জানলেই টাকা বাঁচবে
৩) ঢাকনা বন্ধ রাখুন
অনেকেই ভাবেন, ট্যাংকের ঢাকনা খুলে রাখলে হয়তো জল ঠান্ডা হবে। কিন্তু ব্যাপারটা একদমই ভিন্ন। রাতে যখন বাতাস গরম থাকে তখন ট্যাংকের ভেতরে আরো বেশি গরম যাবে। ঢাকনা বন্ধ রাখলে বাইরের গরম বাতাস আর ভেতরে ঢুকতে পারে না। ফলে জল অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে।
৪) ছায়াযুক্ত জায়গা বেছে নিন
যদি সম্ভব হয় তাহলে ট্যাংকটিকে সরাসরি রোদ্দুরের নীচে না রেখে কোন ছায়াযুক্ত স্থানে রাখুন। ছাদে ট্যাংক থাকলে এর চারপাশে কিছু গাছ লাগানো বা গাছের ছাউনি তৈরি করা সবথেকে ভালো উপায় হবে। এর ফলে সরাসরি সূর্যের প্রভাব থেকে বাঁচবে এবং জল অনেকটাই ঠান্ডা থাকবে।
আরও পড়ুন: পার্সে আজ থেকে এই জিনিসটি রেখে দিন! টাকা ভরে ভরে আসবে, রাতারাতি কোটিপতি হবেন
গরমের সময় ট্যাংকের জল সত্যিই খুব অস্বস্তিকর। কিন্তু এই সহজ উপায়গুলি মেনে চললে বিনা খরচে বা সামান্য খরচ হলেও ট্যাংকের জল ঠান্ডা রাখা যায়। কাপড়, সাদা রং, ঢাকনা বন্ধ রাখা, ছায়াযুক্ত স্থান নির্বাচন, ইত্যাদি কৌশলগুলি মেনে চললে গরম থেকে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে। তাই আর দেরি না করে এই গরমে ট্যাংকের জলকে ঠান্ডা রাখতে এই পদ্ধতিগুলি গ্রহণ করুন।