মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কেকেআর ম্যাচের আগে সুখবর। চোট সাড়িয়ে মাঠে ফিরছেন বুমরা।
জাতীয় ক্রিকেট আক্যাডেমিতে বোলিং শুরু করেছেন বুমরা। ফলে আইপিএলে তাকে পাওয়ার সম্ভাবনা আরো জোরালো হয়ে উঠেছে।
এবার জানুয়ারিতে চোট পান বুমরা। সিডনি টেস্টের চতুর্থ দিন চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকেই ক্রিকেটের বাইরে।
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেনি বুমরা। এমনকি আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচও খেলতে পারবেন না।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে কালো টি-শার্ট এবং নীল প্যান্ট পরে বুমরাকে বল করতে দেখা যায়।
আইপিএলের মরসুমে এখনো ছন্দে ফিরতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম দুটি ম্যাচেই হেরেছে তারা।
বুমরার অনুপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণে। এখনো তার বিকল্প খুঁজে পাওয়া যায়নি।
গুজরাট ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছে হার্দিক। তার দাবি, ব্যাটিং এবং বোলিং কোন বিভাগেই তারা ভালো খেলেনি।
সোমবার কেকেআরের বিরুদ্ধে প্রথম জয় তুলতে মরিয়া মুম্বাই। হার্দিক চাইবেন, আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে।
বুমরার প্রত্যাবর্তনে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ হয়তো আরো শক্তিশালী হবে।
যদিও এখনো সঠিক দিন ঘোষণা করেনি যে, বুমরা কবে মাঠে ফিরতে পারবেন।
মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক খবর। এখন দেখার বিষয় বুমরা কবে মাঠে ফেরে।